ঘণ্টার পর ঘণ্টা চার্জে বসিয়েও ফোন চার্জ হচ্ছে না? দোকানে যাওয়ার আগে ট্রাই করুন এই ৫টি কৌশল

Last Updated:
অনেক সময় এমনও হয়, চার্জারে সংযুক্ত করলেও ফোনে চার্জ হয় না। সকলের সঙ্গেই কখনও না কখনও হয়েছে এমন। তবে ভয় পাওয়ার কিছু নেই।
1/8
দিনের বেশির ভাগ সময়ই হাতে থাকে ফোন, অ্যান্ড্রয়ডের চলই বেশি। আর সেকারণেই দ্রুত চার্জিং প্রয়োজন হয়। ব্যবহার করতে করতে ব্যাটারি ফুরিয়ে গেলে চার্জিং শুরু করেন সকলে।
দিনের বেশির ভাগ সময়ই হাতে থাকে ফোন, অ্যান্ড্রয়ডের চলই বেশি। আর সেকারণেই দ্রুত চার্জিং প্রয়োজন হয়। ব্যবহার করতে করতে ব্যাটারি ফুরিয়ে গেলে চার্জিং শুরু করেন সকলে।
advertisement
2/8
কিন্তু অনেক সময় এমনও হয়, চার্জারে সংযুক্ত করলেও ফোনে চার্জ হয় না। সকলের সঙ্গেই কখনও না কখনও হয়েছে এমন। তবে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যদি কিছু হয়েই থাকে তবে কয়েকটি কৌশল অবলম্বন করলেই তার সমাধান করা যেতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
কিন্তু অনেক সময় এমনও হয়, চার্জারে সংযুক্ত করলেও ফোনে চার্জ হয় না। সকলের সঙ্গেই কখনও না কখনও হয়েছে এমন। তবে ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা যদি কিছু হয়েই থাকে তবে কয়েকটি কৌশল অবলম্বন করলেই তার সমাধান করা যেতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/8
ফোন রিবুট: ফোনে কোনও সমস্যা হলে এটিই প্রথম পদক্ষেপ হওয়া উচিত। ফোন রিস্টার্ট করলে, কোর কম্পোনেন্ট রিফ্রেশ হবে এবং ব্যাকগ্রাউন্ড-এ চলতে থাকা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এর ফলে যদি কোনও ছোটখাটো সমস্যা থেকে থাকে তা সমাধান হবে।
ফোন রিবুট: ফোনে কোনও সমস্যা হলে এটিই প্রথম পদক্ষেপ হওয়া উচিত। ফোন রিস্টার্ট করলে, কোর কম্পোনেন্ট রিফ্রেশ হবে এবং ব্যাকগ্রাউন্ড-এ চলতে থাকা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এর ফলে যদি কোনও ছোটখাটো সমস্যা থেকে থাকে তা সমাধান হবে।
advertisement
4/8
সেফ মোড: ফোন রিস্টার্ট করার পরও যদি চার্জ না হয়। তাহলে সেফ মোডে ফোন চালু করার চেষ্টা করতে হবে। কোনও ডাউনলোড করা তৃতীয় পক্ষের অ্যাপ এই মোডে কাজ করবে না। যদি সেফ মোড-এ ফোন চার্জ করা যায়, তাহলে বুঝতে হবে, যে সমস্যাটি তৃতীয় পক্ষের কোনও অ্যাপের কারণে হয়েছে।
সেফ মোড: ফোন রিস্টার্ট করার পরও যদি চার্জ না হয়। তাহলে সেফ মোডে ফোন চালু করার চেষ্টা করতে হবে। কোনও ডাউনলোড করা তৃতীয় পক্ষের অ্যাপ এই মোডে কাজ করবে না। যদি সেফ মোড-এ ফোন চার্জ করা যায়, তাহলে বুঝতে হবে, যে সমস্যাটি তৃতীয় পক্ষের কোনও অ্যাপের কারণে হয়েছে।
advertisement
5/8
অ্যান্ড্রয়েডে সেফ মোড চালু করতে গেলে, প্রথমেই পাওয়ার বোতাম টিপে খানিকক্ষণ ধরে রাখতে হবে, তারপরে ‘পাওয়ার অফ’ বোতামটি দেখা গেলে, এটি টিপে খানিকক্ষণ ধরে থাকতে হবে। তবে সব ফোনে একই রকম পদ্ধতি নাও থাকতে পারে।
অ্যান্ড্রয়েডে সেফ মোড চালু করতে গেলে, প্রথমেই পাওয়ার বোতাম টিপে খানিকক্ষণ ধরে রাখতে হবে, তারপরে ‘পাওয়ার অফ’ বোতামটি দেখা গেলে, এটি টিপে খানিকক্ষণ ধরে থাকতে হবে। তবে সব ফোনে একই রকম পদ্ধতি নাও থাকতে পারে।
advertisement
6/8
অন্য কেবল, সকেট বা অ্যাডাপ্টার ব্যবহার: সব সময়ই যে ফোনের সমস্যা, এমন নাও হতে পারে। তার বা সংযোগের সমস্যাও হতে পারে। অ্যাডাপ্টারও নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে, সেগুলি পরিবর্তন করে দেখে নেওয়া যেতে পারে।
অন্য কেবল, সকেট বা অ্যাডাপ্টার ব্যবহার: সব সময়ই যে ফোনের সমস্যা, এমন নাও হতে পারে। তার বা সংযোগের সমস্যাও হতে পারে। অ্যাডাপ্টারও নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে, সেগুলি পরিবর্তন করে দেখে নেওয়া যেতে পারে।
advertisement
7/8
সফ্টওয়্যার বাগ: অনেক সময় সফ্টওয়্যার বাগ-এর কারণেও ফোন চার্জিং-এ সমস্যা হতে পারে। কী ভাবে জানা যাবে! Ampere নামের একটি বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করে নেওয়া যেতে পারে। কোনও সমস্যা হলে ফোন ফ্যাক্টরি রিসেটও করা যেতে পারে।
সফ্টওয়্যার বাগ: অনেক সময় সফ্টওয়্যার বাগ-এর কারণেও ফোন চার্জিং-এ সমস্যা হতে পারে। কী ভাবে জানা যাবে! Ampere নামের একটি বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করে নেওয়া যেতে পারে। কোনও সমস্যা হলে ফোন ফ্যাক্টরি রিসেটও করা যেতে পারে।
advertisement
8/8
চার্জিং পোর্ট পরিষ্কার: যদি Ampere অ্যাপ দেখায় যে ফোন চার্জ হচ্ছে না। তাহলে নিজের চার্জিং পোর্ট পরিষ্কার করার চেষ্টা করা যেতে পারে। কখনও কখনও ময়লা পড়েও চার্জিং-এ গোলমাল হয়। নিজে না করতে পারলে সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে ব্যাটারি এবং অন্য যন্ত্রাংশ পরীক্ষা করেও দেখা যেতে পারে। দেখে নিতে হবে ফোন যেন কোনও ভাবেই ভিজে না থাকে।
চার্জিং পোর্ট পরিষ্কার: যদি Ampere অ্যাপ দেখায় যে ফোন চার্জ হচ্ছে না। তাহলে নিজের চার্জিং পোর্ট পরিষ্কার করার চেষ্টা করা যেতে পারে। কখনও কখনও ময়লা পড়েও চার্জিং-এ গোলমাল হয়। নিজে না করতে পারলে সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে ব্যাটারি এবং অন্য যন্ত্রাংশ পরীক্ষা করেও দেখা যেতে পারে। দেখে নিতে হবে ফোন যেন কোনও ভাবেই ভিজে না থাকে।
advertisement
advertisement
advertisement