Mobile Phone Charge: ঝপঝপ করে পড়ে যাচ্ছে মোবাইলের ব্যাটারি, ‘এই’ কাজ করলে চার্জ থাকবে টানটান
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Mobile Phone Charge: একটুতেই শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ? অবিলম্বে এই ৫ কাজ করুন, ব্যাটারি না বদলালেও হবে
advertisement
advertisement
স্ক্রিন ব্রাইটনেস:ডিসপ্লের উজ্জ্বলতা বা ব্রাইটনেস বেড়ে থাকলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ। অনেক সময় মানুষ ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা অনেক বেশি রাখে। এই কারণে, ব্যাটারির খরচ বৃদ্ধি পায় এবং চার্জ দ্রুত ফুরিয়ে যেতে শুরু করে। অতএব, এটা এমনভাবে সেট করা উচিত যাতে তা চোখের জন্য আরামদায়ক হয় এবং মাত্রাও খুব বেশি না হয়। এছাড়াও স্ক্রিন টাইমআউট সেটিং কম করে রাখলে লাভ হবে।
advertisement
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবে:অনেক অ্যাপ আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে, যখন আমরা সেগুলো ব্যবহার করি না, তখনও এমনটা হয়। এমন পরিস্থিতিতে তারা প্রচুর ব্যাটারিও খরচ করে। এই অ্যাপগুলো বন্ধ করা উচিত। এগুলি ছাড়াও, অনেকগুলি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অটো-আপডেট হতে থাকে, তাই সেগুলিও বন্ধ করতে হবে।
advertisement
লোকেশন শেয়ারিং বন্ধ করতে হবে:বিশেষ করে আইফোনে লোকেশন শেয়ারিং দ্রুত ব্যাটারি শেষ করে। এমন পরিস্থিতিতে প্রতিটি অ্যাপের লোকেশন শেয়ার করা এড়িয়ে চলা উচিত। এটি বন্ধ করতে, সেটিংসে যেতে হবে, তারপর প্রাইভেসি ট্যাপ করতে হবে। এর পর লোকেশন সার্ভিসে ট্যাপ করতে হবে। তার পর Always-এর পরিবর্তে App use অপশনটি নির্বাচন করতে হবে।
advertisement
ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার:সেলুলার নেটওয়ার্কে ফোনে ইন্টারনেট ব্যবহার করা হলে তা বেশি মাত্রায় ব্যাটারি খরচ করে। অন্য দিকে, ওয়াইফাই নেটওয়ার্কে ফোনে ইন্টারনেট ব্যবহার করলে ব্যাটারি কম খরচ হয়। এমন পরিস্থিতিতে যেখানে ওয়াইফাই আছে সেখানেই ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করা উচিত আমাদের।
advertisement