দুর্দান্ত সব ফিচার্স নিয়ে বাজারে এল Oppo A5s

Last Updated:
1/5
সোমবার ভারতে লঞ্চ হল Oppo-র নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Oppo A5s।  এই ফোনে রেয়েছে ওয়াটার ড্রপ আর ফোনের ভিতরে রয়েছে  MediaTek Helio P35 চিপসেট। সাথে থাকছে 4,230 mAh ব্যাটারি আর রয়েছে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
সোমবার ভারতে লঞ্চ হল Oppo-র নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Oppo A5s। এই ফোনে রেয়েছে ওয়াটার ড্রপ আর ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট। সাথে থাকছে 4,230 mAh ব্যাটারি আর রয়েছে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
advertisement
2/5
দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন, 2GB RAM আর 32GB স্টোরেজ,  4GB RAM আর 64GB স্টোরেজ । দ্বিতীয় ভেরিয়েন্টি বাজারে আসবে মে মাসে। সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s।
দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন, 2GB RAM আর 32GB স্টোরেজ, 4GB RAM আর 64GB স্টোরেজ । দ্বিতীয় ভেরিয়েন্টি বাজারে আসবে মে মাসে। সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s।
advertisement
3/5
ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে আর উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ।  এই ফোনে  Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 5.2.1 স্কিন।
ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে আর উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ। এই ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 5.2.1 স্কিন।
advertisement
4/5
এই ফোনে রয়েছে দুয়াল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকছে  2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে রয়েছে দুয়াল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
5/5
ভারতে এই প্রথম কোনো স্মার্টফোনে থাকবে MediaTek Helio P35 প্রসেসর। Oppo A5s-এর দাম 9,990 টাকা।
ভারতে এই প্রথম কোনো স্মার্টফোনে থাকবে MediaTek Helio P35 প্রসেসর। Oppo A5s-এর দাম 9,990 টাকা।
advertisement
advertisement
advertisement