108MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর-সহ আসছে OnePlus Nord CE 3 5G, লঞ্চের আগেই ফাঁস তথ্য

Last Updated:
জানা গিয়েছে যে OnePlus Nord CE 3 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
1/6
OnePlus এই বছরে লঞ্চ করেছে তাদের OnePlus Nord Ce 2 ফোন। এখন শোনা যাচ্ছে যে OnePlus কোম্পানি নিয়ে আসতে চলেছে নতুন একটি ফোন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus কোম্পানি তাদের নতুন OnePlus Nord CE 2 5G ফোন নিয়ে আসতে চলেছে। এখন এই ফোন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
OnePlus এই বছরে লঞ্চ করেছে তাদের OnePlus Nord Ce 2 ফোন। এখন শোনা যাচ্ছে যে OnePlus কোম্পানি নিয়ে আসতে চলেছে নতুন একটি ফোন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus কোম্পানি তাদের নতুন OnePlus Nord CE 2 5G ফোন নিয়ে আসতে চলেছে। এখন এই ফোন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
advertisement
2/6
জানা গিয়েছে যে এই ফোন ২০২৩ সালে লঞ্চ করা হতে পারে। কিন্তু OnePlus কোম্পানির তরফে এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। জানা গিয়েছে যে  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
জানা গিয়েছে যে এই ফোন ২০২৩ সালে লঞ্চ করা হতে পারে। কিন্তু OnePlus কোম্পানির তরফে এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
3/6
Onleaks এবং GadgetGang ইতিমধ্যেই এই স্মার্টফোনের বেশ কয়েকটি ফিচার ফাঁস করে দিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 2 5G ফোনের ফিচার অনেকটাই OnePlus Nord CE 2 Lite-এর মতো। কিন্তু নতুন  OnePlus Nord CE 2 5G ফোনে বেশ কয়েকটি ফিচার আপগ্রেড করা হয়েছে।
Onleaks এবং GadgetGang ইতিমধ্যেই এই স্মার্টফোনের বেশ কয়েকটি ফিচার ফাঁস করে দিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী OnePlus Nord CE 2 5G ফোনের ফিচার অনেকটাই OnePlus Nord CE 2 Lite-এর মতো। কিন্তু নতুন OnePlus Nord CE 2 5G ফোনে বেশ কয়েকটি ফিচার আপগ্রেড করা হয়েছে।
advertisement
4/6
লিক হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে,  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত।  OnePlus Nord CE 2 5G ফোনের দাম বাজেটে রাখার জন্য ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে,  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।
লিক হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত। OnePlus Nord CE 2 5G ফোনের দাম বাজেটে রাখার জন্য ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।
advertisement
5/6
জানা গিয়েছে যে  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সিং লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সিং লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
advertisement
6/6
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে সিকিউরিটির জন্য  OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক ফিচার। জানা গিয়েছে যে  OnePlus Nord CE 2 5G  ফোনে ব্যবহার করা হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৬৭ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে সিকিউরিটির জন্য OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক ফিচার। জানা গিয়েছে যে OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৬৭ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।
advertisement
advertisement
advertisement