৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ-লঞ্চ হল OnePlus Nord CE 2 5G, এক নজরে দেখে নিন দাম ও ফিচার

Last Updated:
ভারতে OnePlus Nord CE 2 5G-এর দাম 23,999 টাকা রাখা হয়েছে
1/6
ভারতের বাজারে লঞ্চ করল OnePlus Nord CE 2 5G। একই সঙ্গে লঞ্চ হয়েছে OnePlus TV Y1S সিরিজ। গতবছর লঞ্চ করা হয়েছিল OnePlus Nord CE। এবার সেই ফোনটির লেটেস্ট ভার্সন হিসেবে লঞ্চ করা হল OnePlus Nord CE 2 5G। নতুন ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus Nord CE 2 5g-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
ভারতের বাজারে লঞ্চ করল OnePlus Nord CE 2 5G। একই সঙ্গে লঞ্চ হয়েছে OnePlus TV Y1S সিরিজ। গতবছর লঞ্চ করা হয়েছিল OnePlus Nord CE। এবার সেই ফোনটির লেটেস্ট ভার্সন হিসেবে লঞ্চ করা হল OnePlus Nord CE 2 5G। নতুন ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus Nord CE 2 5g-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
advertisement
2/6
ভারতে OnePlus Nord 2 CE 5G ফোনের দাম - ভারতের বাজারে উন্নত ও আধুনিক ফিচার যুক্ত OnePlus-এর নতুন নর্ড-স্মার্টফোন OnePlus Nord CE 2 5G ফোনের ৬ জিবি (GB) র‍্যাম (RAM) এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৩,৯৯৯ টাকা থেকে। OnePlus Nord CE 2 5G ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৪,৯৯৯ টাকা থেকে।
ভারতে OnePlus Nord 2 CE 5G ফোনের দাম - ভারতের বাজারে উন্নত ও আধুনিক ফিচার যুক্ত OnePlus-এর নতুন নর্ড-স্মার্টফোন OnePlus Nord CE 2 5G ফোনের ৬ জিবি (GB) র‍্যাম (RAM) এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৩,৯৯৯ টাকা থেকে। OnePlus Nord CE 2 5G ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম শুরু প্রায় ২৪,৯৯৯ টাকা থেকে।
advertisement
3/6
OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে দুটি কালারে। এর মধ্যে একটি হল বাহামা ব্লু এবং আরেকটি হল গ্রে মিরর। ভারতে এই OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে ২২ ফেব্রুয়ারি থেকে। Amazon, OnePlus India ওয়েবসাইট এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে এই ফোন।
OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে দুটি কালারে। এর মধ্যে একটি হল বাহামা ব্লু এবং আরেকটি হল গ্রে মিরর। ভারতে এই OnePlus Nord CE 2 5G ফোনটি পাওয়া যাবে ২২ ফেব্রুয়ারি থেকে। Amazon, OnePlus India ওয়েবসাইট এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে এই ফোন।
advertisement
4/6
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ২৪০০×১৮০০ পিক্সেল রেজোলিউশন, ৯০এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যা করনিং গরিলা ৫ প্রোটেকশন এবং এইচডিআর১০ প্লাস যুক্ত। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ২৪০০×১৮০০ পিক্সেল রেজোলিউশন, ৯০এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যা করনিং গরিলা ৫ প্রোটেকশন এবং এইচডিআর১০ প্লাস যুক্ত। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
advertisement
5/6
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ইআইএস সাপোর্ট, এইচডিআর, নাইট, পোর্ট্রেট। ভারতে আগের বছরে লঞ্চ করা হয়েছিল OnePlus Nord CE ফোন।
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ইআইএস সাপোর্ট, এইচডিআর, নাইট, পোর্ট্রেট। ভারতে আগের বছরে লঞ্চ করা হয়েছিল OnePlus Nord CE ফোন।
advertisement
6/6
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ডাবলু ফাস্ট চার্জ।
OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ডাবলু ফাস্ট চার্জ।
advertisement
advertisement
advertisement