ফের ফাঁস হল OnePlus 7-র ছবি, কী কী থাকতে পারে এই স্মার্টফোনে

Last Updated:
1/10
খুব শীঘ্রই বাজারে অয়াস্তে চলেছে  OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7। অনেক দিন ধরেই অনেক জল্পনা কল্পনা চলছে আই ফোনে নিয়ে। (Image: @OnLeaks)
খুব শীঘ্রই বাজারে অয়াস্তে চলেছে OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 7। অনেক দিন ধরেই অনেক জল্পনা কল্পনা চলছে আই ফোনে নিয়ে। (Image: @OnLeaks)
advertisement
2/10
অনেকবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন।  ফের ফাঁস হল এই ফোনের বেশ কয়েকটি ফটো। (Image: @OnLeaks)
অনেকবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই ফোনের ছবি আর স্পেসিফিকেশন। ফের ফাঁস হল এই ফোনের বেশ কয়েকটি ফটো। (Image: @OnLeaks)
advertisement
3/10
নতুন এই ছবিতে পপ-আপ সেলফি ক্যামেরার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরাও দেখা গিয়েছে। (Image: @OnLeaks)
নতুন এই ছবিতে পপ-আপ সেলফি ক্যামেরার সাথে ট্রিপল রিয়ার ক্যামেরাও দেখা গিয়েছে। (Image: @OnLeaks)
advertisement
4/10
এই প্রথম কোন OnePlus ফোনে দেখা জেতে পারে স্ক্রীন করভিং । OnePlus 6T-র মতন এই ফনেও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গর প্রিন্ট সেন্সর। (Photo collected)
এই প্রথম কোন OnePlus ফোনে দেখা জেতে পারে স্ক্রীন করভিং । OnePlus 6T-র মতন এই ফনেও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গর প্রিন্ট সেন্সর। (Photo collected)
advertisement
5/10
OnePlus 7 থাকবে লেটেস্ট Snapdragon 855, সাথে থাকতে পারে 6GB RAM আর  128GB ষ্টোরেজ।  (Image: @OnLeaks)
OnePlus 7 থাকবে লেটেস্ট Snapdragon 855, সাথে থাকতে পারে 6GB RAM আর 128GB ষ্টোরেজ। (Image: @OnLeaks)
advertisement
6/10
OnePlus 6T-র মতন অন্য আরও ভেরিয়েন্ট যেমন 8/256GB আর  12/512GB।  (Photo collected)
OnePlus 6T-র মতন অন্য আরও ভেরিয়েন্ট যেমন 8/256GB আর 12/512GB। (Photo collected)
advertisement
7/10
OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে কি না তা এখন জানা যায় নি। (Image: @OnLeaks)
OnePlus 7 এ থাকবে অ্যান্ড্রয়েড 9 Pie আর তাঁর উপরে চবে লেটেষ্ট Oxygen OS। তবে এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে কি না তা এখন জানা যায় নি। (Image: @OnLeaks)
advertisement
8/10
যেই কথাগুলো শোনা যাছে তা যদি সত্যি হয় তা হলে ফোনে তাকতে চলেছে 4,150mAh এর ব্যাটারি।  (Photo collected)
যেই কথাগুলো শোনা যাছে তা যদি সত্যি হয় তা হলে ফোনে তাকতে চলেছে 4,150mAh এর ব্যাটারি। (Photo collected)
advertisement
9/10
 OnLeaks ও PriceBaba-তে  OnePlus 7 এর  যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ফোনে  নীচে থাকছে USB Type-C আর স্পিকার গ্রিল।  তবে এই ফোনে কোনও 3.5 মিমি হেডফোন জ্যাক দেখা যায়নি। (Photo collected)
OnLeaks ও PriceBaba-তে OnePlus 7 এর যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ফোনে নীচে থাকছে USB Type-C আর স্পিকার গ্রিল। তবে এই ফোনে কোনও 3.5 মিমি হেডফোন জ্যাক দেখা যায়নি। (Photo collected)
advertisement
10/10
OnePlus 7 লঞ্চ হতে পারে মে মাসে। দাম শুরু হবে 35,000 টাকা থেকে। (Image: SlashLeaks)
OnePlus 7 লঞ্চ হতে পারে মে মাসে। দাম শুরু হবে 35,000 টাকা থেকে। (Image: SlashLeaks)
advertisement
advertisement
advertisement