কয়েক দিন আগেই OnePlus ঘোষণা করেছে যে OnePlus 7 সিরিজের ফোন লঞ্চ হবে ১৪ই মে। বেশ কিছু সময় ধরে এই ফোনগুলির স্পেসিফিকেশন সামনে এসেছে। (Image: @OnLeaks)
2/ 7
এবার ফাঁস হল OnePlus-এর টপ মডেল OnePlus 7 Pro-এর দাম। ধীরে ধীরে OnePlus নিজের ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়িয়েছে। আর এই ট্রেন্ড এবার ও বজায় রাখবে OnePlus। ট্রিপস্টার ঈশান আগরওয়াল ইতিমধ্যে জানিয়েছেন ইউরোপিয়ান OnePlus 7 Pro ভেরিয়েন্টের দাম। (Image: @OnLeaks)
3/ 7
ফাঁস অনুযাই OnePlus 7 Pro পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে, আর টপ ভেরিয়েন্টের দাম হতে পারে $819। ভারতে এর দাম হতে পারে 55,000 টাকার বেশি হতে পারে। OnePlus 6T র চেয়ে দাম অনেক বেশি। (Image: @OnLeaks)
4/ 7
তিনটি রঙে পাওয়া যাবে নতুন OnePlus ফ্ল্যাগশিপ - নেবুলা ব্লু, অ্যালমণ্ড আর মিরর গ্রে। ফাঁস হওয়া ছবি দেখে যা বোঝা যাচ্ছে যে ফোনে থাকবে গ্র্যাডিয়েন্ট ফিনিশ।(Image: @OnLeaks)
5/ 7
এই বছর কোম্পানির ট্যাগ লাইন Go Beyond Speed। নতুন ফোনে থাকবে লেতেস্ট Qualcomm Snapdragon 855 প্রসেসর। (Image: SlashLeaks)
6/ 7
বেশির ভাগ সুত্রের দাবি, এবার দুটি ভেরিয়েন্টে দেখা যাবে OnePlus। একটির ডিজাইন কিছুটা OnePlus 6T র মতন হবে আর অন্যটি OnePlus 7 Pro ফোনে দেখা যাবে কার্ভ ডিসপ্লে। (Image: @OnLeaks)
7/ 7
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
এবার ফাঁস হল OnePlus-এর টপ মডেল OnePlus 7 Pro-এর দাম। ধীরে ধীরে OnePlus নিজের ফ্ল্যাগশিপ ফোনের দাম বাড়িয়েছে। আর এই ট্রেন্ড এবার ও বজায় রাখবে OnePlus। ট্রিপস্টার ঈশান আগরওয়াল ইতিমধ্যে জানিয়েছেন ইউরোপিয়ান OnePlus 7 Pro ভেরিয়েন্টের দাম। (Image: @OnLeaks)
ফাঁস অনুযাই OnePlus 7 Pro পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে, আর টপ ভেরিয়েন্টের দাম হতে পারে $819। ভারতে এর দাম হতে পারে 55,000 টাকার বেশি হতে পারে। OnePlus 6T র চেয়ে দাম অনেক বেশি। (Image: @OnLeaks)
তিনটি রঙে পাওয়া যাবে নতুন OnePlus ফ্ল্যাগশিপ - নেবুলা ব্লু, অ্যালমণ্ড আর মিরর গ্রে। ফাঁস হওয়া ছবি দেখে যা বোঝা যাচ্ছে যে ফোনে থাকবে গ্র্যাডিয়েন্ট ফিনিশ।(Image: @OnLeaks)
বেশির ভাগ সুত্রের দাবি, এবার দুটি ভেরিয়েন্টে দেখা যাবে OnePlus। একটির ডিজাইন কিছুটা OnePlus 6T র মতন হবে আর অন্যটি OnePlus 7 Pro ফোনে দেখা যাবে কার্ভ ডিসপ্লে। (Image: @OnLeaks)