দেশে ফিরে আসছে নকিয়া-র ক্লাসিক 2660 Flip ফোন, জেনে নিন দাম কত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Nokia 2660 Flip ফোনটিতে ডুয়াল স্ক্রিনের সুবিধা রয়েছে। Nokia 2660 Flip ফোনের দাম মাত্র ৪,৬৯৯ টাকা।
HMD Global–এর মালিকানাধীন Nokia এবার ভারতে তার ফিচার ফোন আনতে চলেছে। ভারতের ‘চির পুরাতন’ মোবাইল নির্মাতা সংস্থা এবার এ দেশে আনতে চলছে Nokia 2660 Flip ফোন। ফোনটিতে ডুয়াল স্ক্রিনের সুবিধা রয়েছে, এ ছাড়াও এতে একটি ছোট স্ক্রিন এবং একটি মাঝারি বড় ডিসপ্লের সুবিধে রয়েছে। এটি সামনের দিকে ফ্লিপ সাপোর্টিং মোডে রয়েছে। এই ফিচার ফোনটিতে একটি T9 কি-বোর্ডও দেওয়া রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুরোন দিনের স্মৃতি ফিরিয়ে এই ফোনটিতে আইকনিক স্নেক গেম রাখা হচ্ছে। পাশাপাশি ওয়্যারলেস রেডিও সংযোগের ব্যবস্থাও থাকছে। ডিভাইসে একটি ডেডিকেটেড ইমার্জেন্সি বোতাম রয়েছে যা ব্যবহারকারীদের জরুরি পরিস্থিতিতে সর্বাধিক পাঁচ জন পরিচিতকে তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ দেয়। সুতরাং বাড়ির বয়স্কদের জন্য বিশেষ করে যাঁরা স্মার্টফোনের ব্যবহার করতে পারেন না তাঁদের এই ফোনটি উপহার দিতে পারেন।