Jio-র নয়া অফার, ২০০টাকারও কমে মিলবে আনলিমিটেড ইন্টারনেট ও কলিং-এর সুবিধা !
Last Updated:
একটা সময় ছিল যখন ডেটা আর কলিং-এর জন্য আলাদা করে রিচার্জ করতে হত ৷ কিন্তু সেই সমস্যা মিটিয়েছে জিও ৷ জিও আসার পরে আলাদা করে রিচার্জ করতে হয় না, পুরোটাই হয় একসঙ্গে ৷ কিন্তু জিও বাজারে আসার পরে অন্যান্য টেলিকম সংস্থার অবস্থা বেহাল ৷ এত সস্তায় নানা প্ল্যান বাজারে এনেছে জিও, যে তার ফলে অন্য সংস্থাগুলি কী মানানসই প্ল্যান আনবে, তা নিয়েই ধন্দ্বে পড়ে যায় ৷ এর মধ্যেই আবার জিও-র নতুন প্ল্যান যা ২০০টাকার থেকেও কম ৷ এতে আপনি নিশ্চিন্তে কলিং, মেসেজ ও ডেটার সুবিধা পাবেন ৷ যেই প্ল্যানের কথা বলা হচ্ছে তাতে ডেটা লিমিট শেষ হলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে কমে যাবে নেটের গতি ৷
advertisement
advertisement
advertisement
এবার জেনে নেওয়া যাক ৯৮টাকার প্ল্যানের কথা ৷ যদি আপনি ইন্টারনেট কম ব্যবহার করে বেশি ফোন করেন তাহলে আপনার জন্য এই প্ল্যানটাই সবথেকে ভাল ৷ এতে আপনি ২৮দিন আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন ৷ এতে আপনি 2GB ডেটা পাবেন ৷ এতেও প্রতিদিনের যে নির্দিষ্ট ডেটা শেষ হওয়ার পর আপনি 64 Kbps স্পিডে নেট সার্ফ করতে পারবেন ৷
advertisement
advertisement