জনপ্রিয় টেলিকম কোম্পানি জিও তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ধামাকাদার প্ল্যান। ভারতে সবার প্রথমে জিও কম দামের ইন্টারনেট প্ল্যান চালু করেছিল। এরপর থেকেই ভারতে জিওর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। গ্রাহকদের কথা মাথায় রেখে জিওর বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। এর মধ্যে ১ মাসের থেকে শুরু করে ৩ মাসের প্ল্যানও রয়েছে।
আসলে, জনপ্রিয় টেলিকম কোম্পানি জিওর ২৯৯৯ টাকার দীর্ঘমেয়াদী একটি প্ল্যান রয়েছে। বর্তমানে জিওর এই প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতার পাশাপাশি, অফারের অধীনে ২৩ দিনের বৈধতা আলাদাভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা একবার এই রিচার্জ করলে ৩৮৮ দিনের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। তাঁদের আর কোনও রিচার্জ করার ঝামেলায় পড়তে হবে না।