Jio-র সস্তার প্ল্যান! মাত্র ৩৯৯ টাকায় পেয়ে যান Netflix, অ্যামাজন Prime আর Disney+ Hotstar

Last Updated:
Jio Postpaid Plans: দেখে নেওয়া যাক জিওর সস্তার পোস্টপেডের সেই প্ল্যানগুলি
1/7
বর্তমানে টেলিকম কোম্পানিগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। প্রায় প্রত্যেকেই একে অপরকে এক ফোঁটা জমি ছাড়তে নারাজ। নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য তারা নিয়ে আসছে একটার পর একটা নতুন প্ল্যান। বর্তমানে ভারতে তীব্র প্রতিযোগিতা প্রধানত ভারতী এয়ারটেল , রিলায়েন্স জিও এবং ভোডাফোন-আইডিয়ার  মধ্যে। এর জন্য তারা লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান।
বর্তমানে টেলিকম কোম্পানিগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। প্রায় প্রত্যেকেই একে অপরকে এক ফোঁটা জমি ছাড়তে নারাজ। নিজেদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য তারা নিয়ে আসছে একটার পর একটা নতুন প্ল্যান। বর্তমানে ভারতে তীব্র প্রতিযোগিতা প্রধানত ভারতী এয়ারটেল , রিলায়েন্স জিও এবং ভোডাফোন-আইডিয়ার মধ্যে। এর জন্য তারা লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান।
advertisement
2/7
 বেশি ডেটার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অফার। ইউজারদের পছন্দের কথা মাথায় রেখে সেই সমস্ত প্ল্যানে যুক্ত করা ওটিটি  সাবস্ক্রিপশন। সম্প্রতি জিও লঞ্চ করেছে সস্তার পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল প্ল্যান।
বেশি ডেটার সঙ্গে সঙ্গে সেই প্ল্যানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অফার। ইউজারদের পছন্দের কথা মাথায় রেখে সেই সমস্ত প্ল্যানে যুক্ত করা ওটিটি সাবস্ক্রিপশন। সম্প্রতি জিও লঞ্চ করেছে সস্তার পোস্টপেড প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল প্ল্যান।
advertisement
3/7
জিও তার গ্রাহকদের জন্য অনেকগুলি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। এখন যেহেতু ওটিটি-এর জনপ্রিয়তা বাড়ছে, তাই কোম্পানিগুলিও অনেক ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান অফার করছে। সেই বিষয় মাথায় রেখে জিও তার পোস্টপেড প্ল্যানে বিনামূল্যে নেটফ্লিক্স , অ্যামাজন প্রাইম  এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপের সুবিধা দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক জিওর সস্তার পোস্টপেডের সেই প্ল্যানগুলি যাতে Netflix, Amazon Prime এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে।
জিও তার গ্রাহকদের জন্য অনেকগুলি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করেছে। এখন যেহেতু ওটিটি-এর জনপ্রিয়তা বাড়ছে, তাই কোম্পানিগুলিও অনেক ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান অফার করছে। সেই বিষয় মাথায় রেখে জিও তার পোস্টপেড প্ল্যানে বিনামূল্যে নেটফ্লিক্স , অ্যামাজন প্রাইম এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপের সুবিধা দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক জিওর সস্তার পোস্টপেডের সেই প্ল্যানগুলি যাতে Netflix, Amazon Prime এবং অন্যান্য স্ট্রিমিং অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় বিনামূল্যে।
advertisement
4/7
জিওর ৩৯৯ টাকার প্ল্যান - জিওর ৩৯৯ টাকার পোস্টপেডের প্ল্যানে গ্রাহকেরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। জিওর এই ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা Netflix-এর সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে। এতে গ্রাহকরা প্রতি মাসে ৭৫ জিবি ডেটা পাবেন। ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস-এর সুবিধা দেওয়া হয়।
জিওর ৩৯৯ টাকার প্ল্যান - জিওর ৩৯৯ টাকার পোস্টপেডের প্ল্যানে গ্রাহকেরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। জিওর এই ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা Netflix-এর সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে। এতে গ্রাহকরা প্রতি মাসে ৭৫ জিবি ডেটা পাবেন। ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএস-এর সুবিধা দেওয়া হয়।
advertisement
5/7
জিওর ৩৯৯ টাকার পোস্টপেডের প্ল্যানের বিশেষ বিষয় হল, এই প্ল্যানে শুধুমাত্র নেটফ্লিক্স বিনামূল্যে পাওয়া যাবে না। এছাড়াও অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারও বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যানে জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
জিওর ৩৯৯ টাকার পোস্টপেডের প্ল্যানের বিশেষ বিষয় হল, এই প্ল্যানে শুধুমাত্র নেটফ্লিক্স বিনামূল্যে পাওয়া যাবে না। এছাড়াও অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারও বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও, এই প্ল্যানে জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
advertisement
6/7
জিওর ৫৯৯ টাকার প্ল্যান - জিওর আরেকটি প্ল্যান হল ৫৯৯ টাকার। জিওর এই ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা ১০০ জিবি ডেটার সুবিধা পাবেন। এতে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএসের সুবিধা দেওয়া হয়।
জিওর ৫৯৯ টাকার প্ল্যান - জিওর আরেকটি প্ল্যান হল ৫৯৯ টাকার। জিওর এই ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা ১০০ জিবি ডেটার সুবিধা পাবেন। এতে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০ এসএমএসের সুবিধা দেওয়া হয়।
advertisement
7/7
জিওর ৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা Netflix, Amazon Prime এবং Disney + Hotstar-এ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও পরিবার পরিকল্পনার অধীনে ১টি অতিরিক্ত সিম কার্ড দেওয়া হবে। এই প্ল্যানেও জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
জিওর ৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা Netflix, Amazon Prime এবং Disney + Hotstar-এ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও পরিবার পরিকল্পনার অধীনে ১টি অতিরিক্ত সিম কার্ড দেওয়া হবে। এই প্ল্যানেও জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
advertisement