বাজারে এল iOS 16। দীর্ঘ প্রতীক্ষার পর এই উন্নততর অপারেটিং সিস্টেম (OS) লঞ্চ করল Apple। নতুন ও আধুনিক এই ব্যবস্থায় পাওয়া যাবে সংশোধিত লক স্ক্রিন ব্যবস্থা, iMessage-এর উন্নতি এবং আরও অনেক কিছু। এ নিয়ে Apple অনুরাগীদের মধ্যে আগে থেকেই উচ্ছ্বাস ছিল। iPhone ক্রেতারা iOS 16 রিলিজ করার পর আরও আনন্দিত হবেন বলে ধারণা। নতুন iOS 16 অপারেটিং সিস্টেমে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে, বেশ কয়েকটি ফিচার আরও উন্নত হয়েছে। দেখে নেওয়া যাক, কী কী ফিচার এসেছে নতুন অপারেটিং সিস্টেমে। Apple iOS 16-এ পাওয়া যেতে পারে এই বিশেষ ফিচারগুলি— ১. iMessage-এ প্রেরিত বার্তা সম্পাদনার ক্ষমতা iOS 16-এর নতুন উন্নত ফিচারের মাধ্যমে iMessage-এ প্রেরিত বার্তা এ বার থেকে সম্পাদনা (Edit) এবং মুছে ফেলা (Delete) যাবে। তবে, প্রতিটি বার্তায় সর্বাধিক পাঁচটি সংশোধন করা যাবে। এটি করা যাবে প্রথমবার বার্তা পাঠানোর ১৫ মিনিট পর পর্যন্ত। এ জন্য Text-এর উপর আলতো চেপে রাখলেই অপশন আসবে, প্রেরক ওই বার্তা মুছে ফেলতে চান নাকি সম্পাদন করতে চান তা জানতে চেয়ে। নিজের পছন্দ মতো অপশন বেছে নিলেই হল। সম্পাদিত বার্তাগুলিতে কিন্তু ‘সম্পাদিত’ (Edited) বলে চিহ্নিত করা থাকবে। আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু ২. সবচেয়ে বড় লক স্ক্রিন Android OEM-এ নানা ভাবে ফন্ট বদলানো যায়, ঘড়ি পরিবর্তন করার অনেক বিকল্প থাকে, এর বাইরে অ্যান্ড্রয়েড স্কিনের লক স্ক্রিনে আরও অনেক কিছু করা যায়। কিন্তু Apple এ বছরই লক স্ক্রিন সংস্কারের করে ফেলেছে। এর ঘড়িটিও এখন অগণিত ফন্টে প্রদর্শিত হতে পারে। Appple-এর লক স্ক্রিনে উইজেট (Widget) যোগ করা যেতে পারে, ওয়ালপেপারের বিষয় চিনতে মেশিন লার্নিং ব্যবহার করা যেতে পারে, এবং ঘড়িটিকে ওয়ালপেপারের ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে। উপরন্তু, লক স্ক্রিনে কোন ছবিগুলি পছন্দ মতো ঘোরাতে (Rotate) চাইলে তাও করা যেতে পারে। নতুন লাইভ ওয়ালপেপারে জ্যোতির্বিদ্যা এবং আবহাওয়া পরিস্থিতি এবং গ্রহের অবস্থানও দেখা যায়। আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে ৩. লক স্ক্রিনে ফুল স্ক্রিন মিউজিক প্লেয়ার iOS 16-এ বিশাল অ্যালবাম আর্ট এবং রঙিন পটভূমিতে একটি সম্পূর্ণ-স্ক্রিন জোড়া মিউজিক প্লেয়ার রয়েছে। তবে কেউ চাইলে সাধারণ আকারের মিউজিক প্লেয়ার অপশনও বেছে নিতে পারেন লক স্ক্রিনের মধ্যে। ৪.সহজ কার্যপ্রণালি iOS 16-এর সাহায্যে Apple ফোটো লাইব্রেরিতে থাকা অসংখ্য ছবির মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে সাহায্য করে। এর পর এটি পছন্দসই অ্যাপে কপি (Copy) বা টেনে আনতে (Drag) পারা সহজ হবে। যাঁরা ঘন ঘন iPhones-এ স্ক্রিনশট নিয়ে থাকেন তাঁরা এখন একটি নতুন অপশন পাবেন। এ থেকে খুব সহজে কপি করা বা ডিলিট করা যাবে।