নতুন বছরে এরা পাবেন Jio SIM, মাত্র ৯৯ টাকায় মিলবে সবকিছু

Last Updated:
1/5
 রিল্যায়েন্স জিও ইনফোকম নতুন বছরে পয়লা জানুয়ারি থেকে ভারতীয় রেলকেও পরিষেবা দেবে ৷ আধিকারিকরা জানিয়এছেন যে এর জেরে রেলের ফোন বিল কমপক্ষে ৩৫ শতাংশ কমবে ৷
রিল্যায়েন্স জিও ইনফোকম নতুন বছরে পয়লা জানুয়ারি থেকে ভারতীয় রেলকেও পরিষেবা দেবে ৷ আধিকারিকরা জানিয়এছেন যে এর জেরে রেলের ফোন বিল কমপক্ষে ৩৫ শতাংশ কমবে ৷
advertisement
2/5
এখনও পর্যন্ত রেলের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা ছিল ভারতী এয়ারটেল ৷ গত ছ’বছর ধরে এয়ারটেল রেলের প্রায় ১.৯৫ লক্ষ মোবাইল ফোনের কানেকশন দিয়ে আসছে ৷ রেলের কর্মচারীরা দেশজুড়ে এর ব্যবহার ক্লোসড ইউজার গ্রুপে করে থাকে ৷ এর জন্য এয়ারটেলকে বছরে ১০০ কোটি টাকার বিল দিত রেল ৷ ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি এবছর ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে রেলের ৷
এখনও পর্যন্ত রেলের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা ছিল ভারতী এয়ারটেল ৷ গত ছ’বছর ধরে এয়ারটেল রেলের প্রায় ১.৯৫ লক্ষ মোবাইল ফোনের কানেকশন দিয়ে আসছে ৷ রেলের কর্মচারীরা দেশজুড়ে এর ব্যবহার ক্লোসড ইউজার গ্রুপে করে থাকে ৷ এর জন্য এয়ারটেলকে বছরে ১০০ কোটি টাকার বিল দিত রেল ৷ ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি এবছর ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে রেলের ৷
advertisement
3/5
২০ নভেম্বর রেলওয়ে বোর্ডের জারি করা আদেশে বলা হয়েছে রেলটেল কে ভারতীয় রেলের জন্য নতুন সিইউজি যোজনার দায়িত্ব দিয়ে দিয়েছে ৷ কারণ বর্তমান যোজনা ৩১ ডিসেম্বর ২০১৮ শেষ হয়ে যাচ্ছে ৷ রেলটেল এই যোজনার জন্য রিল্যায়েন্স জিও ইনফোকমকে  দায়িত্ব দেওয়া হয়েছে ৷
২০ নভেম্বর রেলওয়ে বোর্ডের জারি করা আদেশে বলা হয়েছে রেলটেল কে ভারতীয় রেলের জন্য নতুন সিইউজি যোজনার দায়িত্ব দিয়ে দিয়েছে ৷ কারণ বর্তমান যোজনা ৩১ ডিসেম্বর ২০১৮ শেষ হয়ে যাচ্ছে ৷ রেলটেল এই যোজনার জন্য রিল্যায়েন্স জিও ইনফোকমকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷
advertisement
4/5
রিল্যায়েন্স জিও-র এই পরিষেবায় গ্রাহকরা ফ্রিতে কল ও এসএমএস পাঠাতে পারবেন ৷ পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৪জি-৩জি কানেকশন ৷
রিল্যায়েন্স জিও-র এই পরিষেবায় গ্রাহকরা ফ্রিতে কল ও এসএমএস পাঠাতে পারবেন ৷ পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৪জি-৩জি কানেকশন ৷
advertisement
5/5
রেলের জন্য একাধিক রকমের প্যাক নিয়ে এসেছে জিও ৷ সবচেয়ে শীর্ষ আধিকারিকদের(২ শতাংশ) জন্য ১২৫ টাকায় মাসে মিলবে ৬০ জিবির প্ল্যান ৷ যুগ্ম মহাসচিব স্তরের আধিকারিকদের (২৬ শতাংশ) জন্য ৯৯ টাকায় মিলবে ৪৫ জিবির প্ল্যান ৷ গ্রুর সি কর্মীরা (৭২ শতাংশ) ৬৭ টাকায় পেয়ে যাবেন ৩০ জিবির প্ল্যান ৷
রেলের জন্য একাধিক রকমের প্যাক নিয়ে এসেছে জিও ৷ সবচেয়ে শীর্ষ আধিকারিকদের(২ শতাংশ) জন্য ১২৫ টাকায় মাসে মিলবে ৬০ জিবির প্ল্যান ৷ যুগ্ম মহাসচিব স্তরের আধিকারিকদের (২৬ শতাংশ) জন্য ৯৯ টাকায় মিলবে ৪৫ জিবির প্ল্যান ৷ গ্রুর সি কর্মীরা (৭২ শতাংশ) ৬৭ টাকায় পেয়ে যাবেন ৩০ জিবির প্ল্যান ৷
advertisement
advertisement
advertisement