Realme: তিন বছরে ১২ কোটি মোবাইল বিক্রি! রিয়ালমি-র জন্মের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর

Last Updated:
Realme Mobiles: রিয়ালমির জন্মের ইতিহাস জানেন! কী করে ভারতে এতটা জনপ্রিয় হল এই স্মার্টফোন সংস্থা!
1/5
ভারতের বাজারে রিয়ালমি এখন পরিচিত ব্র্যান্ড। ধীরে ধীরে ভারতে নিজেদের ব্যবসা বাড়িয়েছে রিয়ালমি। মোবাইলের পাশাপাশি এবার ল্যাপটপের দুনিয়ায় পা রাখছে এই সংস্থা।
ভারতের বাজারে রিয়ালমি এখন পরিচিত ব্র্যান্ড। ধীরে ধীরে ভারতে নিজেদের ব্যবসা বাড়িয়েছে রিয়ালমি। মোবাইলের পাশাপাশি এবার ল্যাপটপের দুনিয়ায় পা রাখছে এই সংস্থা।
advertisement
2/5
GT সিরিজের মোবাইলের পাশাপাশি এবার ল্যাপটপ লঞ্চ করবে রিয়ালমি। সেই ল্যাপটপের নাম রাখা হয়েছে রিয়ালমি বুক স্লিম।  জানেন কি এই সংস্থার ইতিহাস! কর্ণধার কে! কী করে এত কম সময়ে এমন জনপ্রিয় হল রিয়ালমি!
GT সিরিজের মোবাইলের পাশাপাশি এবার ল্যাপটপ লঞ্চ করবে রিয়ালমি। সেই ল্যাপটপের নাম রাখা হয়েছে রিয়ালমি বুক স্লিম। জানেন কি এই সংস্থার ইতিহাস! কর্ণধার কে! কী করে এত কম সময়ে এমন জনপ্রিয় হল রিয়ালমি!
advertisement
3/5
রিয়ালমির ফাউন্ডার স্কাই লি (Sky Li)। ২০১০ সালে তিনি কেরিয়ার শুরু করেন। তখন সংস্থার নাম ছিল ওপো রিয়াল। ওপোর ফোন বিশ্বের ৩১টি দেশে পৌঁছে দিতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই সময় প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি।
রিয়ালমির ফাউন্ডার স্কাই লি (Sky Li)। ২০১০ সালে তিনি কেরিয়ার শুরু করেন। তখন সংস্থার নাম ছিল ওপো রিয়াল। ওপোর ফোন বিশ্বের ৩১টি দেশে পৌঁছে দিতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই সময় প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেন তিনি।
advertisement
4/5
ওপো-তে চাকরি করার সময় ২০১৮ সালে স্কাই লি ভারত সফরে আসেন। তখন ফ্লিপকার্ট-এর ভাইস প্রেসিডেন্ট অজয় বীর যাদব তাঁকে বলেন, ভারতে কম দামে ভাল ফিচার্স-এর ফোন জনপ্রিয়তা লাভ করে। এখানে কমবয়সীদের যুবসম্প্রদায় মোবাইল দারুন পছন্দ করে। দেশে ফিরে সাতদিনের মধ্যে ওপোর চাকরি ছেড়ে দেন স্কাই। চিনে ৪ মে ইউথ ডে। ওই দিন স্কাইয়ের সংস্থা রিয়ালমি-র যাত্রা শুরু হয়।
ওপো-তে চাকরি করার সময় ২০১৮ সালে স্কাই লি ভারত সফরে আসেন। তখন ফ্লিপকার্ট-এর ভাইস প্রেসিডেন্ট অজয় বীর যাদব তাঁকে বলেন, ভারতে কম দামে ভাল ফিচার্স-এর ফোন জনপ্রিয়তা লাভ করে। এখানে কমবয়সীদের যুবসম্প্রদায় মোবাইল দারুন পছন্দ করে। দেশে ফিরে সাতদিনের মধ্যে ওপোর চাকরি ছেড়ে দেন স্কাই। চিনে ৪ মে ইউথ ডে। ওই দিন স্কাইয়ের সংস্থা রিয়ালমি-র যাত্রা শুরু হয়।
advertisement
5/5
৩৭ মাসে ১০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে রিয়ালমি। ২০১৮ সালে প্রথম এসেছিল রিয়ালমি ওয়ান। দাম ছিল ৮৯৯০ টাকা। প্রথম ৩০ দিনে এই ফোনের ৪ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। এর পর আসে রিয়ালমি টু। সেই মডেলটিও ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
৩৭ মাসে ১০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে রিয়ালমি। ২০১৮ সালে প্রথম এসেছিল রিয়ালমি ওয়ান। দাম ছিল ৮৯৯০ টাকা। প্রথম ৩০ দিনে এই ফোনের ৪ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। এর পর আসে রিয়ালমি টু। সেই মডেলটিও ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
advertisement
advertisement
advertisement