স্মার্টফোনের কথা বললে ভিভো-র নাম অনেকেরই প্রথম পছন্দের তালিকায় থাকে। এই মুহূর্তে ভিভোর ৫জি ফোনে চলছে বাম্পার সেল। সেটা কোথায়? ফ্লিপকার্টে। আসলে ফ্লিপকার্টে শুরু হয়েছে ধামাকাদার ইলেকট্রনিক সেল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কম দামে মিলছে ব্র্যান্ডেড স্মার্টফোন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ৫জি ফোন Vivo T1 5G। দাম মাত্র ১৫,৯৯০ টাকা। মিলছে ব্যাঙ্ক অফারও।
এটা ‘সর্বনিম্ন মূল্যে’ পাওয়া যাচ্ছে বলে ব্যানার থেকে জানা গিয়েছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে বিশাল টাকা ছাড়ও মিলছে। এই স্মার্টফোনের এমআরপি ২৩,৯৯০ টাকা। তবে ১৬ শতাংশ ছাড় মিলছে। তাই ১৫,৯৯০ টাকাতেই হাতে চলে আসবে Vivo T1 5G ফোন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাকও মিলবে।
ফানটাচ ওএস ১২.০-এর সঙ্গে আসছে আউট-অফ-দ্য-বক্স। Vivo T1 5G-তে লাগানো হয়েছে ট্রিপল লেন্স ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া সেলফির জন্য একটি ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। Vivo T1 5G-তে ৫ লেয়ার টার্বো লিকুইড কুলিং প্রযুক্তি দেওয়া হয়েছে।