Flipkart Big Shopping Days: দেখে নিন কোন ফোনগুলিতে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়

Last Updated:
1/8
দুই দিন পরেই শুরু হতে চলেছে Flipkart-এর  Big Shopping Days Sale। এই সেলে সস্তা হবে বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন। যদিও এখনও সব ডিল্স  জানায়নি Flipkart। প্রতিদিন একটি একটি করে ডিল সামনে আনবে Flipkart।
দুই দিন পরেই শুরু হতে চলেছে Flipkart-এর Big Shopping Days Sale। এই সেলে সস্তা হবে বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন। যদিও এখনও সব ডিল্স জানায়নি Flipkart। প্রতিদিন একটি একটি করে ডিল সামনে আনবে Flipkart।
advertisement
2/8
Flipkart Big Shopping Days সেলের টিজার পেজে ইতিমধ্যেই জনপ্রিয় সব স্মার্টফোনে ছাড় দেওয়ার ঘোষনা করেছে ই-কমার্স কোম্পানিটি। এক নজরে দেখে নিন এখনও পর্যন্ত যে ডিল্স গুলো জানা গিয়েছে।
Flipkart Big Shopping Days সেলের টিজার পেজে ইতিমধ্যেই জনপ্রিয় সব স্মার্টফোনে ছাড় দেওয়ার ঘোষনা করেছে ই-কমার্স কোম্পানিটি। এক নজরে দেখে নিন এখনও পর্যন্ত যে ডিল্স গুলো জানা গিয়েছে।
advertisement
3/8
Redmi Note 7 - এই সেলে 3,000 টাকা সস্তায় পাওয়া যাবে Xiaomi পপুলার ফোন Redmi Note 7। এখন মাত্র 11,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোনের 4/64GB ভেরিয়েন্ট। এই ফোনে রয়েছে Snapdragon 660 প্রসেসর।
Redmi Note 7 - এই সেলে 3,000 টাকা সস্তায় পাওয়া যাবে Xiaomi পপুলার ফোন Redmi Note 7। এখন মাত্র 11,999 টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোনের 4/64GB ভেরিয়েন্ট। এই ফোনে রয়েছে Snapdragon 660 প্রসেসর।
advertisement
4/8
Nokia 5.1 Plus - এই সেলে 5,200 টাকা সস্তায় পাওয়া যাবে Nokia 5.1 Plus। এই মিড-রেঞ্জের স্মার্টফোনে রয়েছে Helio P60 প্রসেসর আর চলবে ফোনটি চলবে Android One-এ। ফোনের ভীতরে রয়েছে 3,060mAh ব্যাটারি। এই সেলে মাত্র  7,999 টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus
Nokia 5.1 Plus - এই সেলে 5,200 টাকা সস্তায় পাওয়া যাবে Nokia 5.1 Plus। এই মিড-রেঞ্জের স্মার্টফোনে রয়েছে Helio P60 প্রসেসর আর চলবে ফোনটি চলবে Android One-এ। ফোনের ভীতরে রয়েছে 3,060mAh ব্যাটারি। এই সেলে মাত্র 7,999 টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus
advertisement
5/8
Asus Zenfone Max Pro M1 - এই সেলে  3,000 টাকা সস্তায় পাওয়া যাবে এই ফোন। Zenfone Max Pro M1 ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, আর রয়েছে Snapdragon 636 প্রসেসর। 7,999 টাকায় পাওয়া  Zenfone Max Pro M1 ফোনের 3/32GB ভেরিয়েন্ট।
Asus Zenfone Max Pro M1 - এই সেলে 3,000 টাকা সস্তায় পাওয়া যাবে এই ফোন। Zenfone Max Pro M1 ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, আর রয়েছে Snapdragon 636 প্রসেসর। 7,999 টাকায় পাওয়া Zenfone Max Pro M1 ফোনের 3/32GB ভেরিয়েন্ট।
advertisement
6/8
Honor 10 Lite - এই সেলে 4,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোনটি। এই ফোনে রয়েছে Kirin 710 প্রসেসর, সাথে রয়েছে 4GB মেমোরি আর  64GB স্টোরেজ।  ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সেলফি তোলার জন্য রয়েছে 24 মেগাপিক্সেল ক্যামেরা। এই সব আপনি পেয়ে যাবেন মাত্র 12,999 টাকা।
Honor 10 Lite - এই সেলে 4,000 টাকা সস্তা হয়েছে এই স্মার্টফোনটি। এই ফোনে রয়েছে Kirin 710 প্রসেসর, সাথে রয়েছে 4GB মেমোরি আর 64GB স্টোরেজ। ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সেলফি তোলার জন্য রয়েছে 24 মেগাপিক্সেল ক্যামেরা। এই সব আপনি পেয়ে যাবেন মাত্র 12,999 টাকা।
advertisement
7/8
এই সব ছাড়াও এই সেলে বিশেষ ছাড় পাওয়া যাবে Apple iPhone XR।  Vivo V15 Pro আর  Oppo F11 Pro ফোনে পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার
এই সব ছাড়াও এই সেলে বিশেষ ছাড় পাওয়া যাবে Apple iPhone XR। Vivo V15 Pro আর Oppo F11 Pro ফোনে পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার
advertisement
8/8
এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। 15 থেকে 19 মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে।
এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। 15 থেকে 19 মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে।
advertisement
advertisement
advertisement