৭ হাজারেরও কমে পাওয়া যাচ্ছে Redmi জনপ্রিয় বাজেট স্মার্টফোন, কেনার চরম সুযোগ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এ ছাড়াও কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তা হলে তিনি তৎক্ষণাৎ প্রায় ১০৫০ টাকার ছাড় পেয়ে যাবেন
Mi তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। Redmi সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ‘দিওয়ালি উইথ এমআই সেল’। যদিও দীপাবলির অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এই সেল। এই সেলে গ্রাহকদের নির্দিষ্ট কয়েকটি ফোনের উপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। ‘দিওয়ালি উইথ এমআই সেল’-এর সেরা অফারের মধ্যে রয়েছে রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটিও। এই ফোন খুবই কম দামে পাওয়া যাচ্ছে দীপাবলির বিশেষ ছাড়ে।
advertisement
advertisement
এ ছাড়াও কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তা হলে তিনি তৎক্ষণাৎ প্রায় ১০৫০ টাকার ছাড় পেয়ে যাবেন। একই সঙ্গে গ্রাহকেরা এটিএম ক্যাশব্যাকের মাধ্যমে ১০০০ টাকার ক্যাশব্যাকের সুবিধাও পেয়ে যেতে পারেন। সুতরাং এই সব সুবিধা ব্যবহার করলে কোনও ক্রেতা রেডমি ৯ অ্যাক্টিভ ফোনটি ৭ হাজার টাকারও কম দামে পেয়ে যেতেই পারেন। দেখে নেওয়া যাক ফোনটি ঠিক কেমন—
advertisement
রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত। এ ছাড়াও রেডমি ৯ অ্যাক্টিভ ফোনে রয়েছে ৪ জিবি এবং ৬ জিবি র্যা মের অপশন। পাশাপাশি রেডমি ৯ অ্যাক্টিভ-এ রয়েছে ৬৪ জিবির ইনবিল্ট ইন্টারনাল স্টোরেজ। এই ইনবিল্ট ইন্টারনাল স্টোরেজ আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
advertisement
advertisement
