শুরু হয়ে গিয়েছে পরিষেবা, দেখে নিন সব চেয়ে কমে সেরা ৫জি ফোন কী আছে বাজারে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বাজারে এই মুহূর্তে সব চেয়ে কম দামে ৬টি সেরা ৫জি স্মার্টফোন কী কী পাওয়া যাচ্ছে।
advertisement
৫জি পরিষেবা পাওয়ার জন্য শুধু ৫জি সিম ব্যবহার করলেই চলবে না। নিজেদের ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কি না সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক টেলিকম সংস্থাই এর মধ্যে জানিয়ে দিয়েছে যে কীভাবে গ্রাহকেরা তাঁদের ফোনে ৫জি পরিষেবা চালু করতে পারবেন। কিন্তু তার পরেও যদি ফোন সাপোর্ট না করে, ৫জি পরিষেবার সুবিধা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে।
advertisement
advertisement
Samsung Galaxy M13 5G - ভারতে এই ফোনটি পাওয়া যাচ্ছে ১৩,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন, যা ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, যা ৪ জিবি র্যাম যুক্ত। এছাড়াও এই ফোনে রয়েছে Mali G57 GPU এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
advertisement
Poco M4 Pro 5G - ভারতে এই ফোনটি পাওয়া যাচ্ছে ১৪,৬৯০ টাকায়। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার।
advertisement
iQoo Z6 5G - ভারতে এই ফোনের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, যা FunTouch OS 12 বেস অ্যান্ড্রয়েড ১২ যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা আই অটোফোকাস টেকনোলজি যুক্ত।
advertisement
Redmi Note 11 Pro Plus 5G - ভারতে এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত। এই ফোনের স্কিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৫। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যা ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত।
advertisement
Realme 9 Pro 5G - ভারতে এই ফোনের দাম ১৮,৯৬৭ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট যা অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ন্যানো সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের শ্যুটার।
advertisement
Samsung Galaxy M33 5G - ভারতে এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল, যা ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনের স্কিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার, ২ মেগাপিক্সেলের ন্যানো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।