Best 5G Smartphones: ১৬ হাজার টাকার মধ্যে চলতি সেপ্টেম্বরে বাজারসেরা 5G স্মার্টফোন, কেনার আগে তালিকা মিলিয়ে নিন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Best 5G Smartphones: ১৬,০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে নানা ধরনের স্মার্টফোন। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের ৫টি 5G স্মার্টফোন!
ভারতে অনেকদিন ধরেই 5G নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল। এত দিনে হয় তো অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতের বাজারে এই সেপ্টেম্বরেই আসতে চলেছে 5G স্মার্টফোন (Budget 5G smartphones)। 5G স্মার্টফোনের (5G smartphones) দামও কিন্তু খুব বেশি নয়। 5G নেটওয়ার্ক (5G Network) নিয়ে অনেকদিন ধরেই পুরো ভারতবর্ষ জুড়ে কাজ চলছিল। পুরো ভারত জুড়ে নেটওয়ার্ক বিস্তার করে, টাওয়ারের সংখ্যা বাড়িয়ে 5G নেটওয়ার্ক (5G Network) পৌঁছে দেওয়া হবে সকলের ঘরে।
advertisement
5G নেটওয়ার্কের জন্য, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলো অনেকদিন ধরেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। 5G নেটওয়ার্কের জন্য তারা নানা ধরনের স্মার্টফোন ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে। মোবাইল প্রস্তুতকারী (Mobile companies) সংস্থাদের মতে 5G নেটওয়ার্ক একবার চালু হয়ে গেলেই তারা সেই স্মার্টফোন বাজারে বিক্রি করা শুরু করে দেবে। স্মার্টফোন-প্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ এই সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে 5G স্মার্টফোন। ১৬,০০০ টাকার (Budget 5G smartphone) মধ্যেই পাওয়া যাবে নানা ধরনের স্মার্টফোন। এক নজরে দেখে নেওয়া যাক এই ধরনের ৫টি 5G স্মার্টফোন (Best 5G Smartphones)!
advertisement
Realme 8 5G - এই স্মার্টফোনটির দাম ১৪,৯৯৯ টাকা।এই স্মার্টফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির ফুল HD, 1,080 × 2,400 পিক্সেল স্ক্রিন, 5,000 mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনটি 18W দ্রুত চার্জিং সম্পন্ন প্রযুক্তির।স্মার্টফোনটির পেছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। 5G এই স্মার্টফোনটি পাওয়া যাবে নানা রঙের।
advertisement
Redmi Note 10 T 5G - এই স্মার্টফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির ফুল HD, 90Hz রিফ্রেশ রেট স্ক্রিন, 5,000 mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনটি 18W দ্রুত চার্জিং সম্পন্ন প্রযুক্তির। স্মার্টফোনটির পেছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। 5G এই স্মার্টফোনটিতে বায়োমেট্রিক সিকিউরিটি সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
advertisement
Poco M3 Pro 5G - এই স্মার্টফোনটির দাম প্রায় ১৪,৯৯৯ টাকা।এই স্মার্টফোনটিতে রয়েছে 6.53 ইঞ্চির ফুল HD,90Hz রিফ্রেশ রেট স্ক্রিন, 5,000 mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনটি 18W দ্রুত চার্জিং সম্পন্ন প্রযুক্তির। স্মার্টফোনটির 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। 5G এই স্মার্টফোনটিতে 6GB RAM রয়েছে।
advertisement
advertisement
Realme Narzo 30 5G - এই স্মার্টফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। এই স্মার্টফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি, 90Hz রিফ্রেশ রেট স্ক্রিন, 5,000 mAh ব্যাটারিযুক্ত এই স্মার্টফোনটি 18W দ্রুত চার্জিং সম্পন্ন প্রযুক্তির। স্মার্টফোনটির পেছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটিতে 6 GB RAM ও 5 GB ভার্চুয়াল RAM রয়েছে।