ফ্লিপ ক্যামেরা-সহ লঞ্চ হল Asus ZenFone 6, রয়েছে দুর্দান্ত ফিচার্সও

Last Updated:
1/8
এই মাসে একেরপর এক ফ্ল্যাগশিপ ফোন আসছে বাজারে।  বৃহস্পরিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এই ইভেন্টে Asus লঞ্চ করল তার নতুন ফ্ল্যাগশিপ ফোন ZenFone 6। ভারতেও খুব শীঘ্রই লঞ্চ হবে এই স্মার্টফোন। গত বছর লঞ্চ হওয়া কোম্পানির ZenFone 5Z ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন।
এই মাসে একেরপর এক ফ্ল্যাগশিপ ফোন আসছে বাজারে। বৃহস্পরিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এই ইভেন্টে Asus লঞ্চ করল তার নতুন ফ্ল্যাগশিপ ফোন ZenFone 6। ভারতেও খুব শীঘ্রই লঞ্চ হবে এই স্মার্টফোন। গত বছর লঞ্চ হওয়া কোম্পানির ZenFone 5Z ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন।
advertisement
2/8
এই ফোনটির প্রধান আকর্ষণ এর রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফিও তুলতে পারবে। এর ফলে ডিসপ্লেতে নেই কোনও নচ। এই ফোনে পেয়ে যাবেন ছবি তোলার একটি নতুন অনুভূতি। আপনি নিজে পছন্দ মতো ক্যামেরার অ্যাঙ্গেল সেট করতে পারবেন। আপনি এর ফলে সিমলেস প্যানরামা ছবি তুলতে পারবেন।
এই ফোনটির প্রধান আকর্ষণ এর রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফিও তুলতে পারবে। এর ফলে ডিসপ্লেতে নেই কোনও নচ। এই ফোনে পেয়ে যাবেন ছবি তোলার একটি নতুন অনুভূতি। আপনি নিজে পছন্দ মতো ক্যামেরার অ্যাঙ্গেল সেট করতে পারবেন। আপনি এর ফলে সিমলেস প্যানরামা ছবি তুলতে পারবেন।
advertisement
3/8
যেই ব্লক কামেরা রয়েছে সেই চলচকটি তৈরি হয়েছে লিকুইড মেটাল দিয়ে আর রয়েছে ড্রপ প্রটেকশন। তাই যদি ছবি তুলতে গিয়ে ভুল করে এক্সিডেন্টালি ফনপরে যায়, তা হলে ক্যামেরা সেটা ডিটেক্ট করে আপনে আপ নিজের যায়গায় বসে যায়।
যেই ব্লক কামেরা রয়েছে সেই চলচকটি তৈরি হয়েছে লিকুইড মেটাল দিয়ে আর রয়েছে ড্রপ প্রটেকশন। তাই যদি ছবি তুলতে গিয়ে ভুল করে এক্সিডেন্টালি ফনপরে যায়, তা হলে ক্যামেরা সেটা ডিটেক্ট করে আপনে আপ নিজের যায়গায় বসে যায়।
advertisement
4/8
এই স্মার্টফোনে রয়েছে গ্লাস আর মেটাল ফিনিশ সামনে ও পিছনে। রয়েছে 6.4 ফুল HD+ IPS ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য রয়েছে Gorilla Glass 6। এই ফোনে রয়েছে Qualcomm’s Snapdragon 855 প্রসেসর। ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। এছাড়াও ফোনে রয়েছে তিনটি স্লটওয়ালা সিম ট্রে।
এই স্মার্টফোনে রয়েছে গ্লাস আর মেটাল ফিনিশ সামনে ও পিছনে। রয়েছে 6.4 ফুল HD+ IPS ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য রয়েছে Gorilla Glass 6। এই ফোনে রয়েছে Qualcomm’s Snapdragon 855 প্রসেসর। ফোনে থাকছে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। এছাড়াও ফোনে রয়েছে তিনটি স্লটওয়ালা সিম ট্রে।
advertisement
5/8
ছবি তোলার জন্ত রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর f/1.79 লেন্স, আর রয়েছে  13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।  Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট।
ছবি তোলার জন্ত রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর f/1.79 লেন্স, আর রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট।
advertisement
6/8
এই ফোনে থকাছে 3.5mm অডিও জ্যাক, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, USB Type-C, NFC, Wi-Fi, Bluetooth 5.0 আর LED নোটিফিকেশন লাইট।
এই ফোনে থকাছে 3.5mm অডিও জ্যাক, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, USB Type-C, NFC, Wi-Fi, Bluetooth 5.0 আর LED নোটিফিকেশন লাইট।
advertisement
7/8
ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে।  দুটি রঙে পাওয়া যাবে এই ফোন - মিডনাইট ব্ল্যাক আর সিলভার।
ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। দুটি রঙে পাওয়া যাবে এই ফোন - মিডনাইট ব্ল্যাক আর সিলভার।
advertisement
8/8
Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে। 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 559  ইউরো (প্রায় 44,000 টাকা) আর 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 599 ইউরো (প্রায় 47,000 টাকা)। ভারতে কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানায়নি কোম্পানি।
Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে। 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 559 ইউরো (প্রায় 44,000 টাকা) আর 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 599 ইউরো (প্রায় 47,000 টাকা)। ভারতে কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানায়নি কোম্পানি।
advertisement
advertisement
advertisement