লঞ্চের দু’মাসের মধ্যেই কমে গেল iPhone14-এর দাম! কোথায় মিলবে সস্তায়, দেখে নিন বিস্তারিত

Last Updated:
আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। কিন্তু এখন এই ফোনের উপর দেওয়া হচ্ছে ৭,০০০ টাকার ছাড়
1/7
লঞ্চ করার কিছু দিনের মধ্যেই কমতে শুরু করেছে আইফোন ১৪-এর দাম। গত সেপ্টেম্বরেই অ্যাপল তাদের নতুন আইফোন ১৪ সিরিজ লঞ্চ করেছে। iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-সহ চারটি ফোন লঞ্চ করেছিল অ্যাপল। আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। কিন্তু এখন এই ফোনের উপর দেওয়া হচ্ছে ৭,০০০ টাকার ছাড়।
লঞ্চ করার কিছু দিনের মধ্যেই কমতে শুরু করেছে আইফোন ১৪-এর দাম। গত সেপ্টেম্বরেই অ্যাপল তাদের নতুন আইফোন ১৪ সিরিজ লঞ্চ করেছে। iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-সহ চারটি ফোন লঞ্চ করেছিল অ্যাপল। আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। কিন্তু এখন এই ফোনের উপর দেওয়া হচ্ছে ৭,০০০ টাকার ছাড়।
advertisement
2/7
কী ভাবে পাওয়া যাবে এই ছাড়, দেখে নেওয়া যাক এক নজরে। জিওমার্টে এই ফোনের উপর দেওয়া হচ্ছে ২,০০০ টাকার ছাড়। এর ফলে জিওমার্টে আইফোন ১৪ ফোন পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। আইফোন ১৪ কেনার জন্য গ্রাহকরা যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তা হলে আরও ৫ শতাংশ ক্যাশব্যাক অফার পেয়ে যেতে পারেন।
কী ভাবে পাওয়া যাবে এই ছাড়, দেখে নেওয়া যাক এক নজরে। জিওমার্টে এই ফোনের উপর দেওয়া হচ্ছে ২,০০০ টাকার ছাড়। এর ফলে জিওমার্টে আইফোন ১৪ ফোন পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। আইফোন ১৪ কেনার জন্য গ্রাহকরা যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তা হলে আরও ৫ শতাংশ ক্যাশব্যাক অফার পেয়ে যেতে পারেন।
advertisement
3/7
 এই সকল অফারের পর আইফোনের দাম দাঁড়াচ্ছে ৭২,৯০০ টাকা। তবে এই অফারটি শুধুমাত্র পাওয়া যাচ্ছে জিওমার্টে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৪ পাওয়া যাচ্ছে সর্বোচ্চ দামেই।
এই সকল অফারের পর আইফোনের দাম দাঁড়াচ্ছে ৭২,৯০০ টাকা। তবে এই অফারটি শুধুমাত্র পাওয়া যাচ্ছে জিওমার্টে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আইফোন ১৪ পাওয়া যাচ্ছে সর্বোচ্চ দামেই।
advertisement
4/7
আইফোন ১৪-এ ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, যাতে রয়েছে প্রতি ইঞ্চিতে ৪৬০ পিক্সেল ডেনসিটি। এ ছাড়াও আইফোন ১৪-তে রয়েছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট।
আইফোন ১৪-এ ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে, যাতে রয়েছে প্রতি ইঞ্চিতে ৪৬০ পিক্সেল ডেনসিটি। এ ছাড়াও আইফোন ১৪-তে রয়েছে ৬০ এইচজেড রিফ্রেশ রেট।
advertisement
5/7
আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে এ১৫ বায়োনিক চিপসেট, ৬ কোর সিপিইউ ডুয়েল পারফরমেন্স, ৪ এফিশিয়েন্সি কোর, ৫৪ জিপিইউ এবং একটি ১৬ কোর নিউরাল ইঞ্জিন। এই ফোনে ব্যবহার করা হয়েছে আইওএস ১৬। এই ফোনে সাপোর্ট করে ২৪ইফপিএস, ৩০এফপিএস এবং ৬০এফপিএস যুক্ত ৪কে ভিডিও রেকর্ডিং।
আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে এ১৫ বায়োনিক চিপসেট, ৬ কোর সিপিইউ ডুয়েল পারফরমেন্স, ৪ এফিশিয়েন্সি কোর, ৫৪ জিপিইউ এবং একটি ১৬ কোর নিউরাল ইঞ্জিন। এই ফোনে ব্যবহার করা হয়েছে আইওএস ১৬। এই ফোনে সাপোর্ট করে ২৪ইফপিএস, ৩০এফপিএস এবং ৬০এফপিএস যুক্ত ৪কে ভিডিও রেকর্ডিং।
advertisement
6/7
আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ব্যবহার করা হয়েছে এফ/১.৫ অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনিক।
আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ব্যবহার করা হয়েছে এফ/১.৫ অ্যাপারচার যুক্ত ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনিক।
advertisement
7/7
এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যা এফ/২.৪ অ্যাপারচার যুক্ত। এতে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফি নেওয়ার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর যা এফ/১.৯ অ্যাপারচার যুক্ত।
এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যা এফ/২.৪ অ্যাপারচার যুক্ত। এতে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফি নেওয়ার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর যা এফ/১.৯ অ্যাপারচার যুক্ত।
advertisement
advertisement
advertisement