বন্ধ হতে চলেছে Windows 7 ! জেনে নিন কী করবেন, কী করবেন না !

Last Updated:
1/5
Windows7-এ সমর্থন বন্ধ করতে চলেছে মাইক্রোসফট। নোটিফিকেশন আপডেটের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
Windows7-এ সমর্থন বন্ধ করতে চলেছে মাইক্রোসফট। নোটিফিকেশন আপডেটের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
advertisement
2/5
১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে Window 7 চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন। এই আপডেটের মাধ্যমে গ্রাহককে Windows 7-এ সমর্থন বন্ধেরও বার্তা দেবে মাইক্রোসফট
১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে Window 7 চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন। এই আপডেটের মাধ্যমে গ্রাহককে Windows 7-এ সমর্থন বন্ধেরও বার্তা দেবে মাইক্রোসফট
advertisement
3/5
চলতি মাসের শুরুতেই Windows 7 সমর্থন বন্ধের বিষয়ে গ্রাহকদের নোটিফিকেশন দেওয়ার পরিকল্পনা জানায় মাইক্রোসফট।
চলতি মাসের শুরুতেই Windows 7 সমর্থন বন্ধের বিষয়ে গ্রাহকদের নোটিফিকেশন দেওয়ার পরিকল্পনা জানায় মাইক্রোসফট।
advertisement
4/5
গত বছরের শেষ দিকে ব্যবহারকারীর হিসাব ধরলে ডেস্কটপে উইন্ডোজ ৭–কে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ১০।
গত বছরের শেষ দিকে ব্যবহারকারীর হিসাব ধরলে ডেস্কটপে উইন্ডোজ ৭–কে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ১০।
advertisement
5/5
আগামী বছরের পর থেকে যেসব প্রতিষ্ঠান বা করপোরেট গ্রাহক অর্থের বিনিময়ে উইন্ডোজ ৭–এর নিরাপত্তা আপডেট নিতে চাইবেন, কেবল তাঁদেরই সে সুযোগ দেওয়া হবে।
আগামী বছরের পর থেকে যেসব প্রতিষ্ঠান বা করপোরেট গ্রাহক অর্থের বিনিময়ে উইন্ডোজ ৭–এর নিরাপত্তা আপডেট নিতে চাইবেন, কেবল তাঁদেরই সে সুযোগ দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement