বন্ধ হতে চলেছে Windows 7 ! জেনে নিন কী করবেন, কী করবেন না !
Bangla Editor
1/ 5
Windows7-এ সমর্থন বন্ধ করতে চলেছে মাইক্রোসফট। নোটিফিকেশন আপডেটের মাধ্যমে গ্রাহকদের বিষয়টি জানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
2/ 5
১০ বছর সেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি হবে Window 7 চালিত কম্পিউটারে নিরাপত্তা আপডেটের শেষ দিন। এই আপডেটের মাধ্যমে গ্রাহককে Windows 7-এ সমর্থন বন্ধেরও বার্তা দেবে মাইক্রোসফট
3/ 5
চলতি মাসের শুরুতেই Windows 7 সমর্থন বন্ধের বিষয়ে গ্রাহকদের নোটিফিকেশন দেওয়ার পরিকল্পনা জানায় মাইক্রোসফট।
4/ 5
গত বছরের শেষ দিকে ব্যবহারকারীর হিসাব ধরলে ডেস্কটপে উইন্ডোজ ৭–কে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ১০।
5/ 5
আগামী বছরের পর থেকে যেসব প্রতিষ্ঠান বা করপোরেট গ্রাহক অর্থের বিনিময়ে উইন্ডোজ ৭–এর নিরাপত্তা আপডেট নিতে চাইবেন, কেবল তাঁদেরই সে সুযোগ দেওয়া হবে।