WhatsApp-এ এবার একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ৫০ জন, জেনে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কীভাবে তৈরি করবেন রুম
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
advertisement
advertisement
মেসেঞ্জার রুম এমন একটি প্লাটফর্ম, যেখানে প্রাইভেট স্পেসে লিঙ্ক শেয়ার করে ভিডিও কলিং করা সম্ভব। এমন কী যারা ফেসবুক অ্যাপ ব্যভা করেণ না তারাও খুব সহজেই পাঠান লিঙ্কে ক্লিক করে জুড়তে পাড়বেন ভিডিও কলে। ম্যাসেঞ্জারে রুমের এর মাধ্যমে Whatsapp বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও চ্যাট রুমে যুক্ত হতে পারেন গ্রাহকরা ও চাইলে নতুন রুম বানাতেও পাড়বে।
advertisement
কীভাবে তৈরি করবেন রুম - সবার প্রথমে দেখে নিতে হবে যে ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আছে কিনা। না থাকলে আপডেট করে নিটে হবে। ফেসবুক মেসেঞ্জারেরও লেটেস্ট ভার্সন তাহক্তে হবে ফোনে। এবার প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে উপরের দিকে কল অপশনে ক্লিক করুন। এবার আপনি Create a Room-এর অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। এরপর মেসেঞ্জার অপশনে Continue-তে ক্লিক করুন।
advertisement
এবার আপনাকে মেসেঞ্জার ব্রাউজারের সাহায্যে মেসেঞ্জার অ্যাপ বা মেসেঞ্জার ওয়েবসাইটে রিডিরেক্ট করা দেওয়া হবে। এর কারণ হচ্ছে যে এই রুম ফিচারটি হোয়াটসঅ্যাপের বাইরে কাজ করে। এবার ট্রাই ইট-এ ক্লিক করুন। ফের একবার Create Rooms-এ যান আর রুমের নাম এন্টার করুন। রুম কাস্টোমাইজ করার জন্য রুম অ্যাক্টিভিটি ট্যাপ করুন।
advertisement