Maruti Suzuki Brezza: আম জনতার 'ল্যান্ড রোভার'! কেনার আগে দেখে নিন সস্তায় কী কী ফিচার পাওয়া যাচ্ছে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Maruti Suzuki Brezza Features, Specifications: এক সময়ে, এই Tata SUV-র বিক্রি ছিল দুর্দান্ত। কিন্তু Maruti Brezza-এর নতুন ফেসলিফট মডেলটি আসার পর থেকেই তা ব্যাপক ধাক্কা খেয়েছে।
বাজারে এখন নানা রকমের কমপ্যাক্ট SUV গাড়ি পাওয়া যায়। কিন্তু কার্যক্ষমতা এবং ফিচারের পাশাপাশি নিরাপত্তার দিকটিও ভেবে দেখা দরকার। সেই দিক থেকে Tata Nexon হতে পারে প্রথম পছন্দ। Nexon তার সেগমেন্টের একমাত্র SUV-তে দেয় ফাইভ স্টার গ্লোবাল NCAP (GNCAP) নিরাপত্তা রেটিং। এক সময়ে, এই Tata SUV-র বিক্রি ছিল দুর্দান্ত। কিন্তু Maruti Brezza-এর নতুন ফেসলিফট মডেলটি আসার পর থেকেই তা ব্যাপক ধাক্কা খেয়েছে।
advertisement
২০২৩ সালের অগাস্টে, Nexon-এর মাত্র ৮,০৪৯ ইউনিট বিক্রি হয়েছিল। যেখানে Brezza বিক্রি হয়েছিল ১৪,৫৭২ ইউনিট। একসময় সেরা পাঁচের তালিকায় থাকা Nexon এখন সেরা দশের তালিকাতেও নেই। বরং সেরা-৫০-এর তালিকায় স্থান পেয়েছে Brezza। এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এর সঙ্গে 'রেঞ্জ রোভার'-এর তুলনা করা হচ্ছে। কী আছে এই গাড়িতে, দেখে নেওয়া যাক ৷
advertisement
advertisement
ইঞ্জিন ও মাইলেজ— এতে রয়েছে একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন। যা ১০৩ bhp পাওয়ার এবং ১৩৭Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড অটোমেটিক গিয়ারবক্স পাওয়া যায়। ম্যানুয়াল ট্রান্সমিশনে সিএনজি-র অফারও দেয় নির্মাতা সংস্থা। মাইলেজের দিক থেকেও Brezza বেশ ভাল। অটোমেটিক ভেরিয়েন্টের মাইলেজ ১৯.৮kmpl এবং সিএনজি-তে তা প্রায় ২৫.৫১km/kg।
advertisement
দুর্দান্ত ফিচার: ফিচারের দিক থেকে দেখতে গেলে Maruti Brezza, নিজস্ব সেগমেন্টের সবচেয়ে আপডেটেড SUV৷ এতে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে-সহ ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৪ স্পিকার সাউন্ড সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস ফোন চার্জার, সিঙ্গেল-পেন সানরুফ এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং-এর মতো ফিচার। এই সেগমেন্টে এটিই প্রথম SUV যাতে প্যাডেল শিফটার এবং হেড-আপ ডিসপ্লের মতো ফিচার রয়েছে।
advertisement