Facebook-এর প্রধান জাকারবার্গের সুরক্ষার খরচ ১৫০ কোটি টাকা

Last Updated:
1/6
Facebook ব্যবহারকারীরা নিরাপদ না থাকলেও Facebook-এর প্রধান মার্ক জাকারবার্গ নিরাপদেই আছেন। 2018 সালে তাঁর সুরক্ষার জন্য মোট 22.6 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 156 কোটি টাকা) খরচ করেছে Facebook।
Facebook ব্যবহারকারীরা নিরাপদ না থাকলেও Facebook-এর প্রধান মার্ক জাকারবার্গ নিরাপদেই আছেন। 2018 সালে তাঁর সুরক্ষার জন্য মোট 22.6 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 156 কোটি টাকা) খরচ করেছে Facebook।
advertisement
2/6
গত তিন বছর ধরে মাত্র 1 মার্কিন ডলার (69 টাকা) মাইনে নিয়েছেন জাকারবার্গ। আর তাঁর অন্যান্য ভাতা মোট 22.6 মিলিয়ান মার্কিন ডলার।
গত তিন বছর ধরে মাত্র 1 মার্কিন ডলার (69 টাকা) মাইনে নিয়েছেন জাকারবার্গ। আর তাঁর অন্যান্য ভাতা মোট 22.6 মিলিয়ান মার্কিন ডলার।
advertisement
3/6
2017 সালে জাকারবার্গের সুরক্ষার জন্য খরচ হয়েছে দ্বিগুণ। শুক্রবার এই তথ্য জানা গিয়েছে।
2017 সালে জাকারবার্গের সুরক্ষার জন্য খরচ হয়েছে দ্বিগুণ। শুক্রবার এই তথ্য জানা গিয়েছে।
advertisement
4/6
এর মধ্যে বেশিভাগ ব্যায় হয়েছে মার্ক ও তাঁর পরিবারের সুরক্ষার জন্য। 2018 সালে জাকারবার্গ ও তার পরিবারের সুরক্ষায় 20 মিনিয়ান মার্কিন ডলার খরচ করেছে Facebook। 2017 সালে জাকারবার্গের সুরক্ষায় মোট 9 মিলিয়ান মার্কিন ডলার খরচ হয়েছিল।
এর মধ্যে বেশিভাগ ব্যায় হয়েছে মার্ক ও তাঁর পরিবারের সুরক্ষার জন্য। 2018 সালে জাকারবার্গ ও তার পরিবারের সুরক্ষায় 20 মিনিয়ান মার্কিন ডলার খরচ করেছে Facebook। 2017 সালে জাকারবার্গের সুরক্ষায় মোট 9 মিলিয়ান মার্কিন ডলার খরচ হয়েছিল।
advertisement
5/6
2.6 মিলিয়ান ডলার খরচ হয়েছে তার ব্যাক্তিগত জেট বিমান যাত্রায়। বিমানের খরচও তার সার্বিক নিরাপত্তার অংশ বলে জানিয়েছে ফেসবুক।
2.6 মিলিয়ান ডলার খরচ হয়েছে তার ব্যাক্তিগত জেট বিমান যাত্রায়। বিমানের খরচও তার সার্বিক নিরাপত্তার অংশ বলে জানিয়েছে ফেসবুক।
advertisement
6/6
Facebook -এর চিফ অপারেটিং অফিসার শার্ল স্যান্ডবার্গ কোম্পানি থেকে নিয়েছেন মোট 23.7 মিলিয়ান মার্কিন ডলার (164 কোটি টাকা)। আর 2017 সালে তিনি কোম্পানি থেকে নিয়েছিলেন 25.2 মিলিয়ান মার্কিন ডলার (174 কোটি টাকা) ।
Facebook -এর চিফ অপারেটিং অফিসার শার্ল স্যান্ডবার্গ কোম্পানি থেকে নিয়েছেন মোট 23.7 মিলিয়ান মার্কিন ডলার (164 কোটি টাকা)। আর 2017 সালে তিনি কোম্পানি থেকে নিয়েছিলেন 25.2 মিলিয়ান মার্কিন ডলার (174 কোটি টাকা) ।
advertisement
advertisement
advertisement