বেডরুমেও আর নিশ্চিত নন, আপনার ঘরের বাল্ব দিয়েই আড়ি পাতছে হ্যাকাররা

Last Updated:
প্রযুক্তি-র দৌলতে আপনার বেডরুমেও আড়ি পাতছে তারা
1/5
স্মার্ট ডিভাইসের সাহায্যে মানুষের ওপর নজরদারি চলছে -এই খবর সামনে এসেছে ৷ তবে এর মধ্যে আরও রোমহর্ষক ঘটনা সামনে এসেছে ৷ এখনও অবধি জানা ছিল স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট ,স্মাক্ট ফ্রিজ, স্মার্ট মাইক্রোওয়েভের মতো বিষয় থেকে ডেটা লিক হয় ৷ কিন্তু চাঞ্চল্যকর তথ্যে জানা যাচ্ছে আপনার ঘরের লাইট বাল্ব স্মার্ট না হলেও তার মধ্যে দিয়ে গোপন সব তথ্য লিক হয়ে যায় ৷Photo- Representative
স্মার্ট ডিভাইসের সাহায্যে মানুষের ওপর নজরদারি চলছে -এই খবর সামনে এসেছে ৷ তবে এর মধ্যে আরও রোমহর্ষক ঘটনা সামনে এসেছে ৷ এখনও অবধি জানা ছিল স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট ,স্মাক্ট ফ্রিজ, স্মার্ট মাইক্রোওয়েভের মতো বিষয় থেকে ডেটা লিক হয় ৷ কিন্তু চাঞ্চল্যকর তথ্যে জানা যাচ্ছে আপনার ঘরের লাইট বাল্ব স্মার্ট না হলেও তার মধ্যে দিয়ে গোপন সব তথ্য লিক হয়ে যায় ৷Photo- Representative
advertisement
2/5
ইজরায়েলের BenGurion University আর Weizmann Institute of Science রিসার্চে এক নতুন পদ্ধতি তৈরি করেছে ৷ যাতে শুধুমাত্র লাইট বাল্বে দেখেই ক্যামেরার মতো সেটাকে ব্যবহার করা যায় ৷ ওই ল্যাম্পে সমস্ত কথা বলা ও শোনা সম্ভব ৷ রিসার্চার এটাকে ল্যাম্পফোন নাম দিয়েছেন ৷ এই লাইট বাল্বের ভাইব্রেশন দিয়ে রিয়েল টাইম প্যাসিভ রিকভারি সাউন্ডের দ্বারা সব কথাবার্তা শোনা সম্ভব ৷ নির্দিষ্ট জায়গার থেকে ২৫ মিটার দূর অবধি এই কথা শোনা সম্ভব ৷ এই আক্রমণ শানানো সম্ভব হবে তখনই যখন ইলেক্ট্রো অপ্টিকল সেন্সর কাজ করবে ৷ এর দ্বারা শব্দের প্রতি ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করা যাবে ৷ Photo-File
ইজরায়েলের BenGurion University আর Weizmann Institute of Science রিসার্চে এক নতুন পদ্ধতি তৈরি করেছে ৷ যাতে শুধুমাত্র লাইট বাল্বে দেখেই ক্যামেরার মতো সেটাকে ব্যবহার করা যায় ৷ ওই ল্যাম্পে সমস্ত কথা বলা ও শোনা সম্ভব ৷ রিসার্চার এটাকে ল্যাম্পফোন নাম দিয়েছেন ৷ এই লাইট বাল্বের ভাইব্রেশন দিয়ে রিয়েল টাইম প্যাসিভ রিকভারি সাউন্ডের দ্বারা সব কথাবার্তা শোনা সম্ভব ৷ নির্দিষ্ট জায়গার থেকে ২৫ মিটার দূর অবধি এই কথা শোনা সম্ভব ৷ এই আক্রমণ শানানো সম্ভব হবে তখনই যখন ইলেক্ট্রো অপ্টিকল সেন্সর কাজ করবে ৷ এর দ্বারা শব্দের প্রতি ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করা যাবে ৷ Photo-File
advertisement
3/5
রিসার্চাররা এরকম অ্যালগরিদম বানিয়েছেন যাতে লাইট বাল্বে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কালেক্ট করে অপ্টিকাল মাপ দিয়ে সাউন্ড রেকর্ড করা যাবে ৷ রিসার্চরার ল্যাম্পফোন অ্যাটাক ইতিমধ্যেই একটি অফিসে পরীক্ষা করে দেখেছে ৷ সেই অফিসে ১২ ওয়াটের একটি E27 LED Bulb লাগানো ছিল ৷Photo- Representative
রিসার্চাররা এরকম অ্যালগরিদম বানিয়েছেন যাতে লাইট বাল্বে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কালেক্ট করে অপ্টিকাল মাপ দিয়ে সাউন্ড রেকর্ড করা যাবে ৷ রিসার্চরার ল্যাম্পফোন অ্যাটাক ইতিমধ্যেই একটি অফিসে পরীক্ষা করে দেখেছে ৷ সেই অফিসে ১২ ওয়াটের একটি E27 LED Bulb লাগানো ছিল ৷Photo- Representative
advertisement
4/5
সেখানে আলাদা লেন্সের ব্যাস যুক্ত (১০,২০,৩৫ সেমি) তিনটি টেলিস্কোপ রাখা ছিল ৷ রিসার্চাররা জানিয়েছিলেন এসএনআর -যা সমস্ত টেলিস্কোপ থেকে প্রাপ্ত অপ্টিকাল মাপ পাওয়া গিয়েছিল তা মাইক্রোফোন থেকে প্রাপ্ত শব্দতরঙ্গের সঙ্গে মিলিয়ে গ্রাফ তৈরি করা হয় ৷ এই রেজাল্টের ইকুয়ালাইজেশন করে ফল পাওয়া গেছে ৷ এই রিসার্চ টিমে রয়েছেনBenGurion University Ben Nassi, Yaron Pirutin, Yuval Elovici এবং Weizmann Institute of Science -র Negev, Adi Shamir৷Photo- Representative
সেখানে আলাদা লেন্সের ব্যাস যুক্ত (১০,২০,৩৫ সেমি) তিনটি টেলিস্কোপ রাখা ছিল ৷ রিসার্চাররা জানিয়েছিলেন এসএনআর -যা সমস্ত টেলিস্কোপ থেকে প্রাপ্ত অপ্টিকাল মাপ পাওয়া গিয়েছিল তা মাইক্রোফোন থেকে প্রাপ্ত শব্দতরঙ্গের সঙ্গে মিলিয়ে গ্রাফ তৈরি করা হয় ৷ এই রেজাল্টের ইকুয়ালাইজেশন করে ফল পাওয়া গেছে ৷ এই রিসার্চ টিমে রয়েছেনBenGurion University Ben Nassi, Yaron Pirutin, Yuval Elovici এবং Weizmann Institute of Science -র Negev, Adi Shamir৷Photo- Representative
advertisement
5/5
এই পদ্ধতি একেবারে সঠিক ও নিখুঁত ৷ আর এর থেকে পাওয়া শব্দ শাঞ্জম অ্যাপে প্লে করা হয় ৷ শাঞ্জম এমন এক অ্যাপ যে আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স দিয়ে মিউজিক থেকে গান বানাতে পারে ৷Photo- Representative
এই পদ্ধতি একেবারে সঠিক ও নিখুঁত ৷ আর এর থেকে পাওয়া শব্দ শাঞ্জম অ্যাপে প্লে করা হয় ৷ শাঞ্জম এমন এক অ্যাপ যে আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স দিয়ে মিউজিক থেকে গান বানাতে পারে ৷Photo- Representative
advertisement
advertisement
advertisement