Lenovo Tab M9: ট্যাব কিনুন একেবারে কম দামে! ৯ ইঞ্চি ডিসপ্লে-সহ দাম ১৩ হাজারেরও কম
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বাজারে এল Lenovo Tab M9। অ্যান্ড্রয়েড এই ট্যাবলেটের মেটাল বডি ইতিমধ্যেই নজর কেড়েছে গ্যাজেটপ্রেমীদের।
আসলে তো একটা ছোটখাটো কম্পিউটার-ই, প্রায় বললেই ঠিক হয়। ফলে, ট্যাবলেট জিনিসটা আসার পর থেকেই দ্রুত হারে বাজার দখল করে ফেলেছে। বিশেষ করে করোনা অতিমারীর সময়ে লকডাউন পর্যায়ে যখন সব কিছু বন্ধ ছিল, অনেক পড়ুয়ার রীতিমতো কাজে এসেছে এই ট্যাবলেট। নানা কাজকর্ম করা যায় সহজেই, এদিকে স্ক্রিন ফোনের চেয়ে বড়, সুবিধা তো বটেই!
advertisement
বললে খুব একটা ভুল হবে না যে ট্যাবলেটের বাজারে Lenovo-র নামডাক অনেক দিনের। বাজেট ল্যাপটপের মতোই তাদের বাজেট ট্যাবলেট দেশের বহু মানুষের সমস্যার সুরাহা করেছে নানা দিক থেকে। জনপ্রিয়তা ধরে রাখতে সংস্থার তরফে এবার বাজারে এল Lenovo Tab M9। অ্যান্ড্রয়েড এই ট্যাবলেটের মেটাল বডি ইতিমধ্যেই নজর কেড়েছে গ্যাজেটপ্রেমীদের। ফেস আনলক, ডলবি অ্যাটমস-সহ ডুয়াল স্টিরিও স্পিকারও এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার। আর কী কী পাওয়া যাচ্ছে এই ট্যাবলেটে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement