কাপড় দিয়ে ল্যাপটপের স্ক্রিন মুছে নিচ্ছেন? সাবধান! এই ভুল করবেন না; অকেজো হয়ে যেতে পারে ডিসপ্লে

Last Updated:
How to Clean Your Laptop Screen: রোজকার অফিসের কাজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে ধুলো-ময়লা, আঙুলের ছাপ এবং দাগ জমতে শুরু করে। তাই সেগুলি যদি সঠিক ভাবে পরিষ্কার করা না হয়, তাহলে স্ক্রিনে স্ক্র্যাচের দাগ তৈরি হয়, এমনকী ডিসপ্লে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ক্ষতি এড়িয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করা উচিত।
1/7
বহু মানুষের জীবনের রোজনামচার অংশ হয়ে উঠেছে ল্যাপটপ। কারণ ল্যাপটপেই চলে অফিসের কাজ। তবে রোজকার অফিসের কাজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে ধুলো-ময়লা, আঙুলের ছাপ এবং দাগ জমতে শুরু করে। তাই সেগুলি যদি সঠিক ভাবে পরিষ্কার করা না হয়, তাহলে স্ক্রিনে স্ক্র্যাচের দাগ তৈরি হয়, এমনকী ডিসপ্লে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ক্ষতি এড়িয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করা উচিত। এর জন্য রয়েছে কিছু সহজ এবং নিরাপদ টিপস। আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করে নেওয়া যাক।
বহু মানুষের জীবনের রোজনামচার অংশ হয়ে উঠেছে ল্যাপটপ। কারণ ল্যাপটপেই চলে অফিসের কাজ। তবে রোজকার অফিসের কাজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে ধুলো-ময়লা, আঙুলের ছাপ এবং দাগ জমতে শুরু করে। তাই সেগুলি যদি সঠিক ভাবে পরিষ্কার করা না হয়, তাহলে স্ক্রিনে স্ক্র্যাচের দাগ তৈরি হয়, এমনকী ডিসপ্লে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ক্ষতি এড়িয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করা উচিত। এর জন্য রয়েছে কিছু সহজ এবং নিরাপদ টিপস। আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
ল্যাপটপ বন্ধ বা আনপ্লাগ করা: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপটিকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এরপর পাওয়ার কেবিলটি রিমুভ করতে হবে। এটা তো নিরাপত্তা প্রদান করেই। সেই সঙ্গে এর ফলে স্ক্রিনে জমে থাকা ধুলোবালি এবং দাগ স্পষ্ট ভাবে দেখা যায়।
ল্যাপটপ বন্ধ বা আনপ্লাগ করা: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপটিকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এরপর পাওয়ার কেবিলটি রিমুভ করতে হবে। এটা তো নিরাপত্তা প্রদান করেই। সেই সঙ্গে এর ফলে স্ক্রিনে জমে থাকা ধুলোবালি এবং দাগ স্পষ্ট ভাবে দেখা যায়।
advertisement
3/7
মাইক্রোফাইবার কাপড়ের ব্যবহার: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কখনওই টিস্যু পেপার, মোটা কাপড় অথবা পেপার টাওয়েল ব্যবহার করা উচিত নয়। এতে স্ক্রিনের উপর স্ক্র্যাচ হয়ে যেতে পারে। এগুলির পরিবর্তে বরং একটি পরিষ্কার এবং শুকনো মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে হবে। কারণ এই ধরনের কাপড়গুলি স্ক্রিন পরিষ্কার করার জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়ে থাকে।
মাইক্রোফাইবার কাপড়ের ব্যবহার: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কখনওই টিস্যু পেপার, মোটা কাপড় অথবা পেপার টাওয়েল ব্যবহার করা উচিত নয়। এতে স্ক্রিনের উপর স্ক্র্যাচ হয়ে যেতে পারে। এগুলির পরিবর্তে বরং একটি পরিষ্কার এবং শুকনো মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে হবে। কারণ এই ধরনের কাপড়গুলি স্ক্রিন পরিষ্কার করার জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়ে থাকে।
advertisement
4/7
আলতো করে মুছে নেওয়া: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য জোরে চাপ দিয়ে তা মোছা চলবে না। আলতো ভাবে পরিষ্কার করতে হবে। আর মোছার সময় সার্কুলার মোশনে তা মুছতে হবে। এতে দাগ তো দূর হবেই, সেই সঙ্গে সহজে দূর হবে ধুলোময়লাও।
আলতো করে মুছে নেওয়া: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য জোরে চাপ দিয়ে তা মোছা চলবে না। আলতো ভাবে পরিষ্কার করতে হবে। আর মোছার সময় সার্কুলার মোশনে তা মুছতে হবে। এতে দাগ তো দূর হবেই, সেই সঙ্গে সহজে দূর হবে ধুলোময়লাও।
advertisement
5/7
লিক্যুইড ক্লিনারের সঠিক ব্যবহার: স্ক্রিনের উপর দাগ যখন জাঁকিয়ে বসে, তখন স্ক্রিন ক্লিনিং সলিউশন ছাড়া গতি থাকে না। আসলে বাজারে এই স্ক্রিন ক্লিনিং সলিউশন বেশ সহজলভ্যও বটে! তবে মাথায় রাখা আবশ্যক যে, সরাসরি ভাবে এই সলিউশন বা মিশ্রণ স্ক্রিনে স্প্রে করা চলবে না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে তা অল্প করে স্প্রে করে নিতে হবে। এরপর ধীরে ধীরে আলতো করে মুছে নিতে হবে ল্যাপটপের স্ক্রিনটি।
লিক্যুইড ক্লিনারের সঠিক ব্যবহার: স্ক্রিনের উপর দাগ যখন জাঁকিয়ে বসে, তখন স্ক্রিন ক্লিনিং সলিউশন ছাড়া গতি থাকে না। আসলে বাজারে এই স্ক্রিন ক্লিনিং সলিউশন বেশ সহজলভ্যও বটে! তবে মাথায় রাখা আবশ্যক যে, সরাসরি ভাবে এই সলিউশন বা মিশ্রণ স্ক্রিনে স্প্রে করা চলবে না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে তা অল্প করে স্প্রে করে নিতে হবে। এরপর ধীরে ধীরে আলতো করে মুছে নিতে হবে ল্যাপটপের স্ক্রিনটি।
advertisement
6/7
জলের ব্যবহার সীমিত: যদি হাতের কাছে ক্লিনিং সলিউশন না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে স্বল্প পরিমাণে ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে, স্ক্রিনে সরাসরি সেই জল ব্যবহার করা একেবারেই যাবে না। বরং মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে নিয়ে তারপর সেই কাপড় দিয়ে স্ক্রিন মুছতে হবে।
জলের ব্যবহার সীমিত: যদি হাতের কাছে ক্লিনিং সলিউশন না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে স্বল্প পরিমাণে ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে, স্ক্রিনে সরাসরি সেই জল ব্যবহার করা একেবারেই যাবে না। বরং মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে নিয়ে তারপর সেই কাপড় দিয়ে স্ক্রিন মুছতে হবে।
advertisement
7/7
নিয়মিত সাফাই: সপ্তাহে অন্তত একবার স্ক্রিন পরিষ্কার করা আবশ্যক। এতে ধুলোময়লা ল্যাপটপের স্ক্রিনে জমতে পারবে না। আর ল্যাপটপের স্ক্রিনটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকবে একেবারে নতুনের মতোই।
নিয়মিত সাফাই: সপ্তাহে অন্তত একবার স্ক্রিন পরিষ্কার করা আবশ্যক। এতে ধুলোময়লা ল্যাপটপের স্ক্রিনে জমতে পারবে না। আর ল্যাপটপের স্ক্রিনটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকবে একেবারে নতুনের মতোই।
advertisement
advertisement
advertisement