Computer Security Tips: আপনার কম্পিউটার কি হ্যাক হয়েছে? নিজেই বুঝবেন কীভাবে? জানুন সহজ পদ্ধতি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Knowledge Story: কিভাবে বুঝবেন, আপনার গুরুত্বপূর্ণ কম্পিউটারটি হ্যাক হয়েছে কিনা? আর হ্যাক হলেই বা কি করতে হবে? জেনে নিন সহজে...
advertisement
advertisement
advertisement
advertisement
*আমাদের স্মার্টফোন নিত্যনৈমিত্তিক বিভিন্ন কাজের জন্য আমরা ব্যবহার করি। তবে গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের জন্য আমরা বেছে নিই ল্যাপটপ অথবা পার্সোনাল কম্পিউটার। কিভাবে বুঝবেন, আপনার গুরুত্বপূর্ণ কম্পিউটারটি হ্যাক হয়েছে কিনা? আর হ্যাক হলেই বা কি করতে হবে? কিভাবে রেড কার্ড দেখাবেন হ্যাকারদের? জেনে নিন দুটি সহজ পদ্ধতি। যদিও এই পদ্ধতি দুটি কার্যকর হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। সংগৃহীত ছবি।
advertisement
*আপনার কম্পিউটার হ্যাক হয়েছে কিনা, তা বুঝতে এই ছোট্ট একটি কমান্ড আপনাকে যথেষ্ট সাহায্য করবে। বুঝতে পারবেন আপনার কম্পিউটারের তথ্য, আপনি ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারছে কিনা। তার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে রান বক্সে। অর্থাৎ আপনাকে আপনার কিবোর্ডে, উইন্ডোজ কি'র সঙ্গে R ক্লিক করতে হবে। তাহলেই খুলে যাবে কম্পিউটারের রান কমান্ড বক্স। সংগৃহীত ছবি।
advertisement
*এ বারে আপনাকে টাইপ করতে হবে netplwiz। এই কমান্ড দিলে আপনার কম্পিউটারের নেটওয়ার্ক প্লেস উইজার্ড খুলে যাবে। সেখান থেকে আপনি দেখতে পারবেন, আপনার কম্পিউটারের ইউজার প্রোফাইল। অর্থাৎ কতজন আপনার কম্পিউটারটি অ্যাক্সেস করতে পারছেন। সেই তালিকায় যদি অচেনা কোনও ইউজারকে দেখতে পান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে। এমনটা দেখলে, তৎক্ষণাৎ ওই ইউজারকে সিলেক্ট করে রিমুভ করে দিন। নয়তো আপনার কম্পিউটারের তথ্য চুরি হতে সময় লাগবে না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement