অনেক সময়ই বাড়ির টিভি-র রিমোট কাজ করে না। ফলে চ্যানেল ঘোরানো, টিভি-র সাউন্ড বাড়ানো কমানো, কোনও কিছুই করা যায় না৷ ফলে বিরক্তির একশেষ হয়৷ রিমোটকে চালু করতে অনেকেই সেই সময় সেটিকে হাত বা কোনও কিছুর উপরে বাড়ি মেরেও দেখেন, কাজ করছে কি না৷ (Wikimedia Commons)