সেই পুরনো Kinetic স্কুটার আবার ফিরল ভারতে! নস্ট্যালজিক হবেন দেখে

Last Updated:
Kinetic e-scooter: ভারতে ফিরল কাইনেটিক স্কুটার। দামও সাধ্যের মধ্যে।
1/5
একটা সময় ভারতের বাজার কাঁপিয়ে দিয়েছিল কাইনেটিক স্কুটার। তবে সে অনেক আগের কথা। তার পর সময় গড়িয়েছে অনেক। তবে আবার ভারতের বাজারে ফিরেছে কাইনেটিক।
একটা সময় ভারতের বাজার কাঁপিয়ে দিয়েছিল কাইনেটিক স্কুটার। তবে সে অনেক আগের কথা। তার পর সময় গড়িয়েছে অনেক। তবে আবার ভারতের বাজারে ফিরেছে কাইনেটিক।
advertisement
2/5
ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা কাইনেটিক গ্রীন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশনস জিং হাই স্পিড স্কুটার (জিং এইচএসএস) লঞ্চ করেছে ভারতে। এর দাম রাখা হয়েছে 85,000 টাকা। কাইনেটিক গত বছরের মার্চ মাসে দুটি ই-স্কুটার মডেল, জিং এবং জুম সহ লঞ্চ করেছিল।
ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা কাইনেটিক গ্রীন এনার্জি অ্যান্ড পাওয়ার সলিউশনস জিং হাই স্পিড স্কুটার (জিং এইচএসএস) লঞ্চ করেছে ভারতে। এর দাম রাখা হয়েছে 85,000 টাকা। কাইনেটিক গত বছরের মার্চ মাসে দুটি ই-স্কুটার মডেল, জিং এবং জুম সহ লঞ্চ করেছিল।
advertisement
3/5
Xing HSS একবার চার্জে ১২৫ কিমি পর্যন্ত চালানো যেতে পারে। এর সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতে রয়েছে তিনটি রাইডিং মোড নরমাল, ইকো, পাওয়ার। এছাড়া স্কুটারে পার্ট ফেইলিউর ইন্ডিকেটরও দেওয়া হয়েছে।
Xing HSS একবার চার্জে ১২৫ কিমি পর্যন্ত চালানো যেতে পারে। এর সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতে রয়েছে তিনটি রাইডিং মোড নরমাল, ইকো, পাওয়ার। এছাড়া স্কুটারে পার্ট ফেইলিউর ইন্ডিকেটরও দেওয়া হয়েছে।
advertisement
4/5
3.4 KwH লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে এই স্কুটারে। ৩ ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে। এতে থ্রি-স্টেপ সাসপেনশন এবং রিজেনেরেটেড ব্রেকিং সিস্টেম থাকবে।
3.4 KwH লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে এই স্কুটারে। ৩ ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে। এতে থ্রি-স্টেপ সাসপেনশন এবং রিজেনেরেটেড ব্রেকিং সিস্টেম থাকবে।
advertisement
5/5
ক্রুজ কন্ট্রোল, মাল্টি-ফাংশনাল ড্যাশবোর্ড, ইউএসবি পোর্ট, রিমুভেবল ব্যাটারি এবং একটি স্মার্ট রিমোট কী থাকবে। কাইনেটিক গ্রিন জিং-এ ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। স্কুটারটি তিনটি রঙের বিকল্পে পাবেন গ্রাহকরা। ৫০০ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে।
ক্রুজ কন্ট্রোল, মাল্টি-ফাংশনাল ড্যাশবোর্ড, ইউএসবি পোর্ট, রিমুভেবল ব্যাটারি এবং একটি স্মার্ট রিমোট কী থাকবে। কাইনেটিক গ্রিন জিং-এ ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। স্কুটারটি তিনটি রঙের বিকল্পে পাবেন গ্রাহকরা। ৫০০ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে।
advertisement
advertisement
advertisement