দীপাবলির ধামাকা অফার! মাত্র ৬৯৯ টাকায় পেয়ে যান JioBharat K1 Karbonn এবং JioBharat V2 ফোন
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
লিমিটেড-টাইম অফারের ফলে JioBharat K1 Karbonn এবং JioBharat V2 ফোন মাত্র ৬৯৯ টাকায় দিচ্ছে Jio।
উৎসবের মরশুমে অনেকেই ফোন কেনেন। আর যাঁরা দীপাবলির প্রাক্কালে ফোন কিনতে চান, তাঁদের জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে দীপাবলির আনন্দে মেতে উঠতে চলেছেন গোটা দেশের মানুষ। আর তাই ইতিমধ্যেই দিওয়ালি ধামাকা (Diwali Dhamaka) অফার ঘোষণা করেছে Jio। আর এর ফলে JioBharat 4G ফোনের উপর ৩০০ টাকা ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
advertisement
JioBharat K1 Karbonn এবং JioBharat V2-তে রয়েছে ১.৭৭ ইঞ্চি কালার স্ক্রিন। রয়েছে microSD কার্ড স্লটও। ফলে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব। দুটি ফোনেই রয়েছে ১০০০ mAh ব্যাটারি। শুধু তা-ই নয়, রয়েছে ডিজিটাল রিয়ার ক্যামেরাও। তবে ৪জি ফিচার ফোনে শুধুমাত্র Jio নেটওয়ার্কই কাজ করে। সেই সঙ্গে এটি ২৩টি ভাষা সাপোর্ট করে। এছাড়া এই ফিচার ফোনে রয়েছে JioCinema এবং JioPay-র মতো অ্যাপও। এর ফলে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। জিও-র বক্তব্য, এই দুই ডিভাইসই কল রেকর্ডিং সাপোর্ট করে।
advertisement
১২৩ টাকার JioBharat প্ল্যান একাধিক বেনিফিট বা সুবিধা দেয়। এর মধ্যে অন্যতম হল আনলিমিটেড ভয়েস কল, মাসিক ১৪ জিবি ডেটা এবং JioCinema অ্যাপে ৪৫৫টিরও বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস। লাইভ স্পোর্টসের পাশাপাশি সাম্প্রতিক ছবি এবং ভিডিও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া এই প্ল্যানে JioChat অ্যাপ ব্যবহার করে একে অপরের সঙ্গে চ্যাট করার সুবিধাও পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
আমাদের দেশের বেশিরভাগ গ্রাহকই ৪জি অথবা ৫জি-তে আপগ্রেড করেছেন। কিন্তু ২জি ফিচার বিশিষ্ট ফোন ব্যবহারকারীর সংখ্যাও দেশে নেহাত কম নয়। Airtel এবং Vodafone-এ ২জি নেটওয়ার্ক পাওয়া যায়। অথচ ৪জি দিয়েই শুরু করেছিল Jio। আর দীপাবলি উপলক্ষে সংস্থা দাম কমানোর ফলে মাত্র ৬৯৯ টাকায় গ্রাহকরা সম্পূর্ণ ৪জি এনেবলড ডিভাইস পেয়ে যাবেন। গত সপ্তাহে JioBharat সিরিজ এক্সপ্যান্ড করেছে Jio। ফলে তারা বাজারে এনেছে JioBharat V3 এবং JioBharat V4 নামে দুটি ডিভাইস। ওই ফোনগুলির বর্তমান মূল্য ১০৯৯ টাকা।