Recharge Plan Hike : রিচার্জ-এর জন্য দিতে হবে বেশি টাকা! নতুন বছরে বাড়বে খরচ, ৩০০ টাকার রিচার্জ বেড়ে কত হবে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mobile Recharge : জানা যাচ্ছে, ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে রিচার্জের খরচ। অর্থাৎ এই মুহূর্তে কোনও অপারেটরের আনলিমিটেড কলিং ও দৈনিক ১.৫ জিবি ডেটা-সহ সর্বনিম্ন রিচার্জ যদি প্রায় ৩০০ টাকা হয়, তাহলে ২০ শতাংশ মূল্যবৃদ্ধির পর ২০২৬ সালে সেই একই প্ল্যানের দাম হতে পারে প্রায় ৩৬০ টাকা মতো।
বারবার রিচার্জ-এর খরচ বেড়ে যাওয়া মানে মধ্যবিত্তের পকেটে চাপ। জানা যাচ্ছে, ২০২৬ সালের শুরুতেই আবার দামী হচ্ছে মোবাইল রিচার্জ। ফলে মধ্যবিত্তের পকেটে আবার টান পড়তে চলেছে। মোবাইল ও নেট কানেকশন ছাড়া ভাবতে পারেন না বহু মানুষ। ফলে তাঁদের আবার ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হতে পারে। মোবাইল রিচার্জের দাম বাড়বে নতুন বছরে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








