Jio Recharge: গ্রাহকদের জন্য সুখুবর! দুর্দান্ত দু’টি প্ল্যান আনল Jio, ৮৪ দিনের রিচার্জে মিলবে আনলিমিটেড কলিং-সহ ইন্টারনেট

Last Updated:
Jio-র ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানে এমন কিছু দুর্দান্ত সুবিধা পাওয়া যায়, যা সমস্ত ব্যবহারকারীর জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
1/7
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল Jio। প্রায় ৪৬ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী রয়েছেন এই সংস্থার। Jio-র জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হল - এর সস্তা দামের রিচার্জ প্ল্যান। আর এই প্ল্যানগুলি কেবল আনলিমিটেড কলিংয়ের সুবিধাই প্রদান করে না, এর পাশাপাশি ডেটা এবং ওটিটি-র মতো একাধিক সুবিধাও প্রদান করে। Jio-র ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানে এমন কিছু দুর্দান্ত সুবিধা পাওয়া যায়, যা সমস্ত ব্যবহারকারীর জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল Jio। প্রায় ৪৬ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী রয়েছেন এই সংস্থার। Jio-র জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হল - এর সস্তা দামের রিচার্জ প্ল্যান। আর এই প্ল্যানগুলি কেবল আনলিমিটেড কলিংয়ের সুবিধাই প্রদান করে না, এর পাশাপাশি ডেটা এবং ওটিটি-র মতো একাধিক সুবিধাও প্রদান করে। Jio-র ৮৪ দিন ভ্যালিডিটির প্ল্যানে এমন কিছু দুর্দান্ত সুবিধা পাওয়া যায়, যা সমস্ত ব্যবহারকারীর জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
advertisement
2/7
Jio-র ১,০২৯ টাকার ৮৪ দিনের প্ল্যান: কেউ যদি দীর্ঘমেয়াদি এবং দুর্দান্ত সুবিধা-সহ একটি প্রিপেড প্ল্যানের সন্ধান করেন, তাহলে Jio-র ১,০২৯ টাকার প্ল্যানটি তাঁদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা মোট ৮৪ দিনের ভ্যালিডিটি এবং দৈনিক ২ জিবি করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ ব্যবহারকারী মোট ১৬৮ জিবি ডেটা পেয়ে যাবেন।
Jio-র ১,০২৯ টাকার ৮৪ দিনের প্ল্যান: কেউ যদি দীর্ঘমেয়াদি এবং দুর্দান্ত সুবিধা-সহ একটি প্রিপেড প্ল্যানের সন্ধান করেন, তাহলে Jio-র ১,০২৯ টাকার প্ল্যানটি তাঁদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা মোট ৮৪ দিনের ভ্যালিডিটি এবং দৈনিক ২ জিবি করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ ব্যবহারকারী মোট ১৬৮ জিবি ডেটা পেয়ে যাবেন।
advertisement
3/7
এর পাশাপাশি ব্যবহারকারী সারা ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও বিনামূল্যে পেয়ে যাবেন। এর সঙ্গে দৈনিক ১০০টি করে এসএমএসও বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল - এতে মিলছে আনলিমিটেড ৫জি ডেটা-ও। অর্থাৎ যদি ব্যবহারকারীর একটি 5G স্মার্টফোন থাকে এবং তিনি Jio-র 5G নেটওয়ার্ক ব্যবহার করেন, তাহলে কোনওরকম লিমিট ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এর পাশাপাশি ব্যবহারকারী সারা ভারত জুড়ে আনলিমিটেড কলিং এবং ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও বিনামূল্যে পেয়ে যাবেন। এর সঙ্গে দৈনিক ১০০টি করে এসএমএসও বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল - এতে মিলছে আনলিমিটেড ৫জি ডেটা-ও। অর্থাৎ যদি ব্যবহারকারীর একটি 5G স্মার্টফোন থাকে এবং তিনি Jio-র 5G নেটওয়ার্ক ব্যবহার করেন, তাহলে কোনওরকম লিমিট ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
advertisement
4/7
OTT-র বিষয়ে বলতে গেলে এই প্ল্যানের আওতায় Amazon Prime Video সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ব্যবহারকারীরা Jio TV এবং Jio Cloud-এর অ্যাক্সেসও পেয়ে যাবেন।
OTT-র বিষয়ে বলতে গেলে এই প্ল্যানের আওতায় Amazon Prime Video সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ব্যবহারকারীরা Jio TV এবং Jio Cloud-এর অ্যাক্সেসও পেয়ে যাবেন।
advertisement
5/7
Jio-র ১,০২৮ টাকার ৮৪ দিনের প্ল্যান: Jio-র আরও একটি ৮৪ দিনের প্ল্যান রয়েছে। যার মূল্য ১,০২৮ টাকা। এই প্ল্যানটিও প্রায় একই সুবিধা প্রদান করে - দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড 5G অ্যাক্সেস। পার্থক্য শুধু এটাই যে, Amazon Prime Video-র পরিবর্তে, এক্ষেত্রে ব্যবহারকারী Swiggy-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
Jio-র ১,০২৮ টাকার ৮৪ দিনের প্ল্যান: Jio-র আরও একটি ৮৪ দিনের প্ল্যান রয়েছে। যার মূল্য ১,০২৮ টাকা। এই প্ল্যানটিও প্রায় একই সুবিধা প্রদান করে - দৈনিক ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং আনলিমিটেড 5G অ্যাক্সেস। পার্থক্য শুধু এটাই যে, Amazon Prime Video-র পরিবর্তে, এক্ষেত্রে ব্যবহারকারী Swiggy-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
advertisement
6/7
ফলে যাঁরা OTT-র তুলনায় ফুড ডেলিভারি সার্ভিস বেশি ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি ভাল। অর্থাৎ কেউ যদি নিয়মিত Swiggy ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানটি তাঁর জন্য আরও বেশি উপকারী বলে প্রমাণিত হবে।
ফলে যাঁরা OTT-র তুলনায় ফুড ডেলিভারি সার্ভিস বেশি ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি ভাল। অর্থাৎ কেউ যদি নিয়মিত Swiggy ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানটি তাঁর জন্য আরও বেশি উপকারী বলে প্রমাণিত হবে।
advertisement
7/7
কোন প্ল্যানটি সবচেয়ে ভাল? উভয় প্ল্যানই প্রায় একই রকম। ভ্যালিডিটি, ডেটা এবং কলিংয়ের ক্ষেত্রে কোনওরকম পার্থক্যই নেই। তবে পার্থক্য কেবল OTT সুবিধার ক্ষেত্রেই থাকে। কেউ যদি সিনেমা এবং ওয়েব সিরিজের ভক্ত হন, তাহলে তাঁর জন্য ১,০২৯ টাকার Amazon Prime-এর প্ল্যানটি সবচেয়ে ভালো। আবার অন্যদিকে যদি কেউ খেতে ভালবাসেন এবং নিয়মিত Swiggy ব্যবহার করেন, তাহলে ১০২৮ টাকার এর প্ল্যানটি তাঁদের জন্য সেরা হতে পারে।
কোন প্ল্যানটি সবচেয়ে ভাল? উভয় প্ল্যানই প্রায় একই রকম। ভ্যালিডিটি, ডেটা এবং কলিংয়ের ক্ষেত্রে কোনওরকম পার্থক্যই নেই। তবে পার্থক্য কেবল OTT সুবিধার ক্ষেত্রেই থাকে। কেউ যদি সিনেমা এবং ওয়েব সিরিজের ভক্ত হন, তাহলে তাঁর জন্য ১,০২৯ টাকার Amazon Prime-এর প্ল্যানটি সবচেয়ে ভালো। আবার অন্যদিকে যদি কেউ খেতে ভালবাসেন এবং নিয়মিত Swiggy ব্যবহার করেন, তাহলে ১০২৮ টাকার এর প্ল্যানটি তাঁদের জন্য সেরা হতে পারে।
advertisement
advertisement
advertisement