Jio Recharge Offer: জিও-র জবরদস্ত অফার, একবার রিচার্জ করালে পুরো ২৩ দিনের ফ্রি ৭৫ জিবি ডেটা
- Published by:Debalina Datta
Last Updated:
Jio Recharge Offer: বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং এসএমএস পরিষেবার পাশাপাশি, Jio গ্রাহকরা এই প্ল্যানে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পান।
#কলকাতা: মোবাইল এখন নিয়মিত রিচার্জ করতেই হয়৷ তাই নানা সার্ভিস প্রোভাইডররা নানা রকম অফার নিয়ে আসেন নিজের গ্রাহকদের জন্য৷ কম খরচে বেশি সুবিধা দিয়ে টেলিকম সেক্টরে চাঞ্চল্য তৈরি করেছে রিলায়েন্স জিও। ছোট প্ল্যান থেকে বড় বার্ষিক প্ল্যান, কোম্পানি তার গ্রাহকদের জন্য বেশ কিছু রিচার্জ প্ল্যান চালু করেছে। ২০২৩ সালে Jio বার্ষিক রিচার্জ প্ল্যান সামনে এনেছে। Photo- Representative
advertisement
advertisement
তবে যারা এই প্ল্যানে রিচার্জ করেছেন তাঁদের জন্য জিও বাড়তি সুবিধা ঘোষণা করেছে। যাঁরা এই প্ল্যানটি বেছে নেবেন তাঁদের অতিরিক্ত ২৩ দিনের ভ্যালিডিটি পাবে৷ অর্থাৎ যারা এই প্ল্যানটি বেছে নেবেন তারা ৩৮৮ দিনের জন্য এই প্ল্যানে সুবিধা পাবেন অথচ দিতে হবে মাত্র ৩৬৫ দিনের টাকা৷ অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ১৩ মাস কোন টেনশন থাকবে না। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
