Jio Mega Offer: জিও-র ঝক্কাস প্ল্যান! একবার ৪০০ টাকার রিচার্জ করে লম্বা সময়ের জন্য নিশ্চিন্ত হন, সুবিধা অনেক

Last Updated:
Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানটি অনলাইনে রিচার্জ করতে পারবেন উপভোক্তারা। এর সঙ্গে এই প্ল্যানটি MyJio অ্যাপেও পাওয়া যাবে।
1/6
#নতুন দিল্লি. রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নানা  রেঞ্জের প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের নিজস্ব অনুযায়ী রিচার্জ করতে পারেন, তাই কোম্পানি ১০০ টাকার কমেরও প্ল্যানও অফার নিয়ে এসেছে। কোম্পানির প্ল্যান আবার ৩০০০ টাকা পর্যন্তও রয়েছে যা এক বছরের বৈধতার সঙ্গে থাকে। এখন জেনে নিন সস্তায় দমদার কিছু অফার৷
#নতুন দিল্লি. রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নানা  রেঞ্জের প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের নিজস্ব অনুযায়ী রিচার্জ করতে পারেন, তাই কোম্পানি ১০০ টাকার কমেরও প্ল্যানও অফার নিয়ে এসেছে। কোম্পানির প্ল্যান আবার ৩০০০ টাকা পর্যন্তও রয়েছে যা এক বছরের বৈধতার সঙ্গে থাকে। এখন জেনে নিন সস্তায় দমদার কিছু অফার৷
advertisement
2/6
সেরা প্ল্যানের কথা অনুযায়ী, Jio ৩৯৫ টাকার প্ল্যানের অফার দারুণ। এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফার যে এতে কোনও কলিং পরিষেবার উর্ধ্বসীমা নেই, পাশাপাশি রয়েছে  ডেটা এবং OTT সুবিধা। আসুন জেনে নেওয়া যাক ৩৯৫  টাকার প্ল্যানে গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হয়েছে...
সেরা প্ল্যানের কথা অনুযায়ী, Jio ৩৯৫ টাকার প্ল্যানের অফার দারুণ। এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফার যে এতে কোনও কলিং পরিষেবার উর্ধ্বসীমা নেই, পাশাপাশি রয়েছে  ডেটা এবং OTT সুবিধা। আসুন জেনে নেওয়া যাক ৩৯৫  টাকার প্ল্যানে গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হয়েছে...
advertisement
3/6
Jio-এর ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি থাকে। আপনি যদি লম্বা প্ল্যান খুঁজছেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য ভাল হতে পারে। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ৩ মাস অবধি কোনও চিন্তা নেই৷
Jio-এর ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি থাকে। আপনি যদি লম্বা প্ল্যান খুঁজছেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য ভাল হতে পারে। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ৩ মাস অবধি কোনও চিন্তা নেই৷
advertisement
4/6
Reliance Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকদের মোট ৬GB ডেটা দেওয়া হচ্ছে। এতে হাইস্পিড ৬ জিবি ডেটা ব্যবহার শেষ হলে ইন্টারনেটের স্পিড হবে ৬৪ কেবিপিএস-এ।
Reliance Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকদের মোট ৬GB ডেটা দেওয়া হচ্ছে। এতে হাইস্পিড ৬ জিবি ডেটা ব্যবহার শেষ হলে ইন্টারনেটের স্পিড হবে ৬৪ কেবিপিএস-এ।
advertisement
5/6
এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও, গ্রাহকরা প্ল্যানে ১০০০ টি ফ্রি SMS পান। অতিরিক্ত সুবিধার কথা বললে, ব্যবহারকারীরা Jio-র ৩৯৫ টাকার প্ল্যানে Jio-এর OTT-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। এতে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারেন
এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও, গ্রাহকরা প্ল্যানে ১০০০ টি ফ্রি SMS পান। অতিরিক্ত সুবিধার কথা বললে, ব্যবহারকারীরা Jio-র ৩৯৫ টাকার প্ল্যানে Jio-এর OTT-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। এতে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারেন
advertisement
6/6
Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানটি অনলাইনে রিচার্জ করতে পারবেন উপভোক্তারা। এর সঙ্গে এই প্ল্যানটি MyJio অ্যাপেও পাওয়া যাবে। Jio 395 প্ল্যান ভ্যালু প্যাক সেগমেন্টে পাওয়া যাবে। (Disclaimer:- News18 Bangla রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি নেটওয়ার্ক18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অংশ। নেটওয়ার্ক 18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন।)
Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানটি অনলাইনে রিচার্জ করতে পারবেন উপভোক্তারা। এর সঙ্গে এই প্ল্যানটি MyJio অ্যাপেও পাওয়া যাবে। Jio 395 প্ল্যান ভ্যালু প্যাক সেগমেন্টে পাওয়া যাবে। (Disclaimer:- News18 Bangla রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি নেটওয়ার্ক18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অংশ। নেটওয়ার্ক 18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন।)
advertisement
advertisement
advertisement