#নতুন দিল্লি. রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নানা রেঞ্জের প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের নিজস্ব অনুযায়ী রিচার্জ করতে পারেন, তাই কোম্পানি ১০০ টাকার কমেরও প্ল্যানও অফার নিয়ে এসেছে। কোম্পানির প্ল্যান আবার ৩০০০ টাকা পর্যন্তও রয়েছে যা এক বছরের বৈধতার সঙ্গে থাকে। এখন জেনে নিন সস্তায় দমদার কিছু অফার৷
Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানটি অনলাইনে রিচার্জ করতে পারবেন উপভোক্তারা। এর সঙ্গে এই প্ল্যানটি MyJio অ্যাপেও পাওয়া যাবে। Jio 395 প্ল্যান ভ্যালু প্যাক সেগমেন্টে পাওয়া যাবে। (Disclaimer:- News18 Bangla রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি নেটওয়ার্ক18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অংশ। নেটওয়ার্ক 18 মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন।)