এবার ATM থেকেও করা যাবে Jio-র প্রিপেড রিচার্জ, জেনে নিন কীভাবে

Last Updated:
দোকান বন্ধ থাকলেও যেন গ্রাহকের রিচার্জ করতে সমস্যা না হয় সেই চিন্তা করেই এই পদক্ষেপ Jio-র
1/6
১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন। বাড়ি থেকে বেরোনো নিষেধ। লকডাউনের কারনে বিভিন্ন মোবাইলের দোকান বন্ধ। তাই সাধারণ প্রিপেড গ্রাহকদের ফোন রিচার্জ করতে অসুবিধা হচ্ছে। অনলাইনে রিচার্জের সঙ্গে সঙ্গে এবার প্রিপেড গ্রাহকরা ব্যাঙ্ক এটিএমে গিয়ে ফোন নম্বর রিচার্জ করতে পারবেন, এমন সুবিধা আনল জিও।
১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন। বাড়ি থেকে বেরোনো নিষেধ। লকডাউনের কারনে বিভিন্ন মোবাইলের দোকান বন্ধ। তাই সাধারণ প্রিপেড গ্রাহকদের ফোন রিচার্জ করতে অসুবিধা হচ্ছে। অনলাইনে রিচার্জের সঙ্গে সঙ্গে এবার প্রিপেড গ্রাহকরা ব্যাঙ্ক এটিএমে গিয়ে ফোন নম্বর রিচার্জ করতে পারবেন, এমন সুবিধা আনল জিও।
advertisement
2/6
নির্বাচিত কিছু ব্যাঙ্কের এটিএম থেকেই রিচার্জ করা যাবে জিও নম্বর। কোন ওটিপি ছাড়াই এটিএম মেশিন থেকে যে কোন জিও প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।
নির্বাচিত কিছু ব্যাঙ্কের এটিএম থেকেই রিচার্জ করা যাবে জিও নম্বর। কোন ওটিপি ছাড়াই এটিএম মেশিন থেকে যে কোন জিও প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।
advertisement
3/6
সম্প্রতি ট্যুইট করে জিও জানিয়েছে যে এইউএফ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এটিএম মেশিন থেকে এই সুবিধা পাওয়া যাবে। এটিএম থেকে জিও নম্বর রিচার্জ করবেন কীভাবে? জেনে নিন
সম্প্রতি ট্যুইট করে জিও জানিয়েছে যে এইউএফ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র এটিএম মেশিন থেকে এই সুবিধা পাওয়া যাবে। এটিএম থেকে জিও নম্বর রিচার্জ করবেন কীভাবে? জেনে নিন
advertisement
4/6
প্রথমে এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢুকিয়ে দিন। এবার রিচার্জ অপশন সিলেক্ট করুন।
প্রথমে এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢুকিয়ে দিন। এবার রিচার্জ অপশন সিলেক্ট করুন।
advertisement
5/6
আপনি যে জিও নম্বর রিচার্জ করতে চান সেই নম্বরটি টাইপ করুন, এটিএম নম্বর প্যাডে সাহায্যে। নম্বরটি একবার মিলিয়ে নিয়ে ‘OK বা Enter' বাটন প্রেস করে দিন।
আপনি যে জিও নম্বর রিচার্জ করতে চান সেই নম্বরটি টাইপ করুন, এটিএম নম্বর প্যাডে সাহায্যে। নম্বরটি একবার মিলিয়ে নিয়ে ‘OK বা Enter' বাটন প্রেস করে দিন।
advertisement
6/6
এবার এটিএম পিন দিন। তারপর রিচার্জের অ্যামাউন্ট টাইপ করে দিন। এরপরে Enter প্রেস করুন। আপনার নির্দিষ্ট জিও নম্বর রিচার্জ হয়ে যাবে।
এবার এটিএম পিন দিন। তারপর রিচার্জের অ্যামাউন্ট টাইপ করে দিন। এরপরে Enter প্রেস করুন। আপনার নির্দিষ্ট জিও নম্বর রিচার্জ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement