IPL প্রেমীদের জন্য সুখবর! বাড়িতে বসে মোবাইলে লাইভ খেলা দেখার সুযোগ দিচ্ছে Jio
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই অফার কেবলমাত্র কিছু বাছাই করা Jio Prepaid Plans-এর ক্ষেত্রেই লাগু হবে
advertisement
advertisement
জিও নিয়ে এমন কিছু প্রিপেড প্ল্যান এনেছে তাতে ডেটা, ভয়েস কলের সঙ্গে থাকছে ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন। Jio এবং Hostar এর চুক্তি অনুসারে, গ্রাহক Jio এর কিছু প্ল্যান নিলে IPL দেখতে পারবেন একদম ফ্রি। Disney+ Hotstar অ্যাপে ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যে লাইভ ম্যাচ দেখতে পাবেন। রিলায়েন্স জিও -র নতুন এই ক্রিকেট প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন...
advertisement
advertisement
৭৭৭ টাকার প্ল্যান: এই প্ল্যানে দিনে গ্রাহক প্রতিদিন ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ৮৪ দিন। তবে এই প্ল্যানেও গ্রাহক পাবেন ৫ জিবি অতিরিক্ত ডেটা। অন্যদিকে এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১ বছরের জন্য Disney+ Hostar VIP সাবস্ক্রিপশন, মানে IPL দেখতে পাবেন বিনামূল্যে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেই পাঠানোর সুযোগ।
advertisement
৫৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন দৈনিক ২ জিবি করে ডেটা। রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন। সঙ্গে রয়েছে ৫ জিবি অতিরিক্ত ডেটা। পাবেন IPL স্ট্রিমিং এর সুবিধাও একদম বিনামূল্যে। এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে। এছাড়াও এই প্ল্যানেও সমস্ত Jio Apps ফ্রি-তেই অফার করা হয় ইউজারদের।
advertisement
২৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ৩৬৫ দিন বা ১ বছর। এই প্ল্যানে গ্রাহক পাবেন ১০ জিবি অতিরিক্ত ডেটা। অন্যদিকে এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১ বছরের জন্য Disney+ Hostar VIP সাবস্ক্রিপশন, মানে IPL দেখতে পাবেন বিনামূল্যে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেই পাঠানোর সুযোগ।
