advertisement
১২৯ টাকায় জিও-র গ্রাহকরা ১৫% বেশি বেনিফিট পাবে অনান্য নেটওয়ার্ক থেকে। ভোডাফোন আর এয়ারটেল-এর গ্রাহকদের একই সুবিধা পেতে খরচ করতে হবে ১৪৮ আর ১৪৯ টাকা। ১৯৯ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি, সঙ্গে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দিচ্ছে জিও। এয়ারটেল গ্রাহকদের এই সুবিধা পেতে খরচ করতে হবে ২৪৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ২৪৯ টাকা।
advertisement
advertisement
advertisement
আনলিমিটেড জিও টু জিও কল এবং ২০০০ মিনিট জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কলিংয়ের ক্ষেত্রে ৫৬ দিন ভ্যালিডিটি থাকবে এমন রিচার্জের দাম এবার বেড়ে দাঁড়াল ৩৯৯ টাকা ৷ পাশাপাশি ১.৫জিবি করে প্রতিদিন ইন্টারনেট এবং ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে ৷ আরও একটি ৫৬ দিন প্ল্যানের দাম হচ্ছে ৪৪৪ টাকা। এতে থাকছে একই সুবিধা আর দিনে ২ জিবি করে ডেটা। এয়ারটেল ও ভোডাফোনের কোনও ৫৬ দিনের প্ল্যান নেই
advertisement
advertisement
advertisement