Jio, Airtel, Vi: ফোনের রিচার্জ প্যাকের দাম বাড়ল! রোজ ১.৫ জিবি ডেটা... এখন কাদের অফার সেরা, Jio, Airtel নাকি Vi?
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jio, Airtel, Vi: কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোয় কোন প্ল্যান কেমন সুবিধে দেবে সেটাই দেখার বিষয়। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি যেটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে?
advertisement
সাধারণত ভারতে বার্ষিক প্ল্যানের তুলনায় মাসিক প্ল্যানের চাহিদা অনেক বেশি। এখানে বেশিরভাগ মানুষ প্রতিদিন ১.৫ জিবি ডেটা যুক্ত প্ল্যান পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হল, এখন এই কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোয় কোন প্ল্যান কেমন সুবিধে দেবে সেটাই দেখার বিষয়। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি যেটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে?
advertisement
তাহলে এবারে দেখা যাক Airtel, Jio এবং Vi-এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি। Jio-র ২৩৯ টাকার এই প্ল্যানে ২২ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন ১০০ SMS-এর সুবিধেও রয়েছে। এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে, এটি JioTV, JioCinema Basic এবং JioCloud-এর পরিষেবাগুলিও অফার করে৷
advertisement
advertisement
advertisement