Thunderstorm and Lightening: বজ্রবিদ্যুৎ সহ ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, বিপদ থেকে বাঁচতে কী করবেন? বাজ পড়লে মোবাইল কোথায় রাখবেন
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
সহজ জিনিস হল, বাজ পড়ছে মানে বাড়ির ভিতরে থাকতে হবে। বাইরে নয়। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট প্লাগ থেকে খুলে নেওয়াই ভাল। শেষ বাজ পড়ার পর অন্তর আরও ৩০ মিনিট বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়
advertisement
বাজ পড়লে নিরাপদ জায়গায় থাকতে হবে। কাছে মোবাইল ফোন থাকুক আর না-ই থাকুক। অ্যাকুওয়েদারের সিনিয়র আবহাওয়াবিদ ড্যান কোটলোস্কি বলেছেন, “আসল বিষয় হল, বজ্রপাতের সময় আপনি কোথায় রয়েছেন। কেউ যদি মোবাইল ফোনের টাওয়ারের কাছে থাকে তাহলে বিপদ। কারণ মোবাইল ফোনের টাওয়ারে বাজ পড়ার সম্ভাবনা বেশি থাকে”। বাজ পড়লে গাড়ি বা বাড়ির মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ। সোজা কথায়, চার দেওয়ালের মধ্যে থাকতে হবে। খোলা জায়গা সবসময় বিপজ্জনক।
advertisement
শুধু চার দেওয়ালের মধ্যে থাকলেই হবে না। প্লাগ ইন করা ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকেও দূরে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, “বাজ পড়ার সময় দেওয়ালের প্লাগে লাগানো যে কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটই বিপজ্জনক, কারণ সেগুলো বাইরের তারের সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল ফোন বা ল্যাপটপ যদি প্লাগ ইন করা থাকে বা চার্জ করা হয়, সেটাও সমান বিপজ্জনক”।
advertisement
advertisement
advertisement
advertisement