বিয়ের পরে মহিলাদের কি Voter Card-এ ঠিকানা বদলাতে হবে ? দেখে নিন সহজ অনলাইন পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সামনে লোকসভা নির্বাচন, তার আগে ভোটার কার্ডে ঠিকানা আপ-টু-ডেট রাখা খুবই দরকার। দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে তা করে নেওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
- প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল, সংক্ষেপে NVSP-এর পোর্টালে যেতে হবে।- সেখানে নিজের ক্রেডেনসিয়াল ব্যবহার করে লগ ইন করতে হবে।
- যেতে হবে ‘Shifting of residence/ correction of entries in existing electoral roll’ ট্যাবে।
- এখান থেকে বেছে নিতে হবে ‘Fill Form 8’ অপশন।
- ‘Self’ বেছে নিতে হবে।
- দিতে হবে নিজের EPIC নম্বর।
advertisement
- ‘Shifting of Residence’ বেছে নিতে হবে, উল্লেখ করে দিতে হবে নতুন ঠিকানা আগের নির্বাচনী এলাকার মধ্যেই না কি বাইরে।- রাজ্য, জেলা, বিধানসভা বা সংসদীয় নির্বাচনী এলাকা, আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেল এবং নতুন ঠিকানা দিয়ে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্ম ৮ ফিল আপ করতে হবে।
- প্রয়োজনীয় অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, ক্যাপচা কোড এন্টার করে ‘Preview and Submit’-এ ক্লিক করতে হবে।
- ফর্ম ৮ ভাল করে খুঁটিয়ে দেখে সাবমিট করতে হবে।
advertisement