iPhone ব্যবহার করেন? এখনই করুন আপডেট, নাহলে বিপদ, সতর্কবার্তা কেন্দ্রের, কিন্তু কেন?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টে বড়সড় নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।
advertisement
Apple-এর বিভিন্ন প্রোডাক্টে বড়সড় নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। রিপোর্টে বলা হয়েছে, iOS, macOS, iPadOS সহ একাধিক সফটওয়্যার ভার্সন ব্যবহারে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। iOS 18, iPadOS 17.7 এবং macOS 14.7-এর আগের সংস্করণগুলির ঝুঁকি সবচেয়ে বেশি। যে কোনও সময় সিস্টেম হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
যে সব ভার্সনের ঝুঁকি সবচেয়ে বেশি, তার একটা তালিকাও প্রকাশ করেছে সিইআরটি। সেগুলি হল - 18-এর আগের iOS ভার্সন এবং 17.7-এর আগের iPadOS ভার্সন, 14.7-এর আগের macOS Sonoma ভার্সন, 13.7 এর আগের macOS Ventura ভার্সন, 15 এর আগের macOS Sequoia ভার্সন, tvOS ভার্সন18-এর আগে, 11-এর আগের watchOS ভার্সন, 18-এর আগের সাফারি ভার্সন, 16-এর আগের Xcode ভার্সন এবং 2-এর আগের visionOS ভার্সন।
advertisement
advertisement
advertisement








