iPhone Resale: ২০২৫ সালে এই ৫ পুরনো আইফোন আপনাকে ধনী করে তুলতে পারে, রিসেলিং প্রাইস জানলে চমকে যাবেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone Reselling: এখানে সেই পুরনো আইফোন মডেলগুলোর একটি তালিকা রইল, যা এখন ভিনটেজ সিরিজে চলে গিয়েছে। বিশ্বে এমন সংগ্রাহক আছেন যাঁরা এই বিশেষ আইফোনগুলির জন্য মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত।
কেউ যদি তাঁর পুরনো আইফোনটি এখনও রেখে থাকেন, তাহলে তাঁর কাছে ভাল রকমের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। আইফোন ১৬ সিরিজের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে অনেক ব্যবহারকারীরাই তাঁদের পুরনো ডিভাইসগুলি আপগ্রেড করার জন্য উঠেপড়ে লেগেছেন। এখানে সেই পুরনো আইফোন মডেলগুলোর একটি তালিকা রইল, যা এখন ভিনটেজ সিরিজে চলে গিয়েছে। বিশ্বে এমন সংগ্রাহক আছেন যাঁরা এই বিশেষ আইফোনগুলির জন্য মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত। জেনে নেওয়া যাক কোন কোন আইফোন রয়েছে এই তালিকায়।
advertisement
অরিজিনাল iPhone (২০০৭: ফার্স্ট জেনারেশন)
স্ট্যাটাস: আলট্রা-রেয়ার কলেকটেড আইটেম
আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: প্রায় ১৫,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা (সিল করা এবং অব্যবহৃত বক্সের জন্য)
২০০৭ সালে লঞ্চ হওয়া এই ফার্স্ট জেনারেশন আইফোন সম্প্রতি ১,৯০,০০০ মার্কিন ডলারে (প্রায় ১.৫ কোটি টাকা) নিলামে বিক্রি হয়েছে। ৮ জিবি স্টোরেজের এই ফোন অবশ্য সিল করা ছিল। তবে, বক্স খোলা হয়েছে, অথচ ভাল ভাবে সংরক্ষিত মডেলও ভারতে ৫০,০০০ থেকে ২ লক্ষ টাকার মধ্যে বিক্রি হতে পারে।
স্ট্যাটাস: আলট্রা-রেয়ার কলেকটেড আইটেম
আনুমানিক পুনঃবিক্রয় মূল্য: প্রায় ১৫,০০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ টাকা (সিল করা এবং অব্যবহৃত বক্সের জন্য)
২০০৭ সালে লঞ্চ হওয়া এই ফার্স্ট জেনারেশন আইফোন সম্প্রতি ১,৯০,০০০ মার্কিন ডলারে (প্রায় ১.৫ কোটি টাকা) নিলামে বিক্রি হয়েছে। ৮ জিবি স্টোরেজের এই ফোন অবশ্য সিল করা ছিল। তবে, বক্স খোলা হয়েছে, অথচ ভাল ভাবে সংরক্ষিত মডেলও ভারতে ৫০,০০০ থেকে ২ লক্ষ টাকার মধ্যে বিক্রি হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement