iPhone 17: প্রতীক্ষার অবসান! লঞ্চ হল iphone 17, ভারতে দাম কত? কবে থেকে প্রি অর্ডার শুরু?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
অ্যাপলের নতুন iPhone 17-এ প্রথমবারের মতো প্রোমোশন ডিসপ্লে, এ১৯ চিপ এবং উন্নত ক্যামেরা যুক্ত হয়েছে। ভারতে এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন
মঙ্গলবার অ্যাপল তার একেবারে নয়া iPhone 17 সিরিজ লঞ্চ করেছে এবং এর রেগুলার ভ্যারিয়েন্টটি এখন প্রো-লেভেল ফিচারের সঙ্গে প্রায় গা-ঘেঁষাঘেঁষি করে চলছে। iPhone 17 এখন সরাসরি ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দিয়ে শুরু হচ্ছে যা একটি অত্যন্ত প্রয়োজনীয় পরিবর্তন তো বটেই, তবে বেস মডেলটিতে আরও অনেক উন্নত ফিচার এসেছে যা গত বছরের iPhone 16 ভ্যারিয়েন্টকে অনায়াসেই অকেজো বোধ করাবে।
advertisement
advertisement
advertisement
iPhone 17 স্পেসিফিকেশন: নতুন কী কী আছে -অ্যাপল তার iPhone 17 মডেল একটি নতুন ডিজাইনে প্যাক করছে এবং এটি অবশ্যই আগের ফাঁস হওয়া তথ্যকে সমর্থন করে। এই বছর এটিতে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হল। তা আরও বড় কিন্তু পাতলা বর্ডার সহ রয়েছে এবং সবচেয়ে বড় খবর হল প্রোমোশন ডিসপ্লে প্রযুক্তির সাপোর্ট যা প্রথমবারের মতো ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট নিয়ে এল। অ্যাপল ৩০০০ নিটস সর্বোচ্চ আউটডোর ব্রাইটনেস এবং ৩ গুণ উন্নত স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা প্রদান করছে। এটিতে অলওয়েজ-অন-ডিসপ্লে ফিচার, অ্যাকশন বাটন এবং ক্যামেরা কন্ট্রোল বাটনও রয়েছে।
advertisement
ডিভাইসটি সর্বশেষ A19 চিপ দ্বারা চালিত যা নিঃসন্দেহে A18 চিপের চেয়ে বেশি শক্তিশালী হতে চলেছে এবং সারা দিনের জন্য ব্যাটারি লাইফেরও প্রতিশ্রুতি দেয়, তবে এই ব্যাপারটা ডিভাইস হাতে এলে পরীক্ষা করে দেখার পরেই নিশ্চিত করা যাবে। RAM এবং ব্যাটারির বিশদ বিবরণ জানানো হয়নি, তবে আগামী কয়েক দিনের মধ্যে তাও এসে যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement