HDFC-এর ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে এই ফোনে কিনলে আপনি পেয়ে যাবেন 6,000 টাকার ডিসকাউন্ট, আর iPhone 11 Pro কিনলে পেয়ে যাবেন 7,000 টাকার ডিসকাউন্ট। এছাড়াও আপনি যদি পুরনো ফোনে এক্সছেঞ্জ করে ফ্লিপকার্ট থেকে iPhone 11 কেনে টা হলে পেয়ে যাবেন আরও 14,650 টাকার ডিসকাউন্ট। থাকছে no-cost EMI-এর অপশনও HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য।