Instagram Update: নিজের পেজ একঘেয়ে লাগছে? এবার অ্যাপের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Instagram Update: ইনস্টাগ্রাম Explore পেজ রিসেট করার উপায় কিন্তু রয়েছে; রইল সেই প্রক্রিয়া
advertisement
advertisement
advertisement
advertisement
Instagram-এর নতুন রিসেট ফিচার ব্যবহার করার উপায়: এই ফিচারের কথা ঘোষণা করার সময় Instagram হেড Adam Mosseri বলেছেন যে, কখনও কখনও ব্যবহারকারী এমন একটি পর্যায়ে এসে পৌঁছন, যেখানে অনিচ্ছাকৃত ভাবে Instagram তাঁকে এমন কিছু দেখতে বাধ্য করে, যেটা তাঁদের একেবারেই পছন্দ নয়। উদাহরণস্বরূপ Explore-এর কথা বলা যাক। যেটা বেশ ঝামেলার। আমি কিছু পুরনো সকার হাইলাইটস দেখেছিলাম। আর হঠাৎ করেই Explore পুরো ভরে গেল সকার হাইলাইটসে। যেটা আমার একেবারেই পছন্দ হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
Instagram-এর এইসব ফিচার ইতিমধ্যেই পাওয়া যায়: ব্যবহারকারীদের জন্য Instagram-এর কিছু বিদ্যমান ফিচার রয়েছে। এর মাধ্যমে নিজের পছন্দ এবং অপছন্দের বিষয়গুলি এই প্ল্যাটফর্মকে জানানো যাবে। যদি একজন ব্যবহারকারী একটি পোস্ট অথবা রিল নিজেদের Explore পেজে দেখে লাইক করেন, তাহলে তিনি পোস্টের একেবারে উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটের উপর ক্লিক করতে পারেন। সেখান থেকে তিনি ‘Interested’ সিলেক্ট করতে পারেন। শুধু তা-ই নয়, পোস্ট পছন্দ না হলে থ্রি-ডট মেন্যু থেকে ‘Not Interested’ অপশনেও ক্লিক করতে পারেন ব্যবহারকারীরা।