Instagram Threads: Twitter-কে পছন্দ নয়? বেছে নিতে পারেন এই নতুন অ্যাপ, লঞ্চের সঙ্গে সঙ্গেই ৩০ মিলিয়ন ইউজার

Last Updated:
মার্ক জুকারবার্গ যেমন বেশ গর্ব করেই জানিয়েছেন যে লঞ্চ হওয়ার প্রথম ৭ ঘণ্টার মধ্যেই এর ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ মিলিয়নে।
1/6
কলেজের প্রথম দিনটা মনে পড়বে অনেকেরই। একটা উত্তেজনা, নানা সংশয় আর সেই সঙ্গে খোলা হাওয়া গায়ে মাখার, ক্রমশ চেনার প্রতিশ্রুতি। মার্ক জুকারবার্গের Meta এবার Threads নামে যে টেক্সট-ভিত্তিক অ্যাপ লঞ্চ করল Instagram-এর অধীনে, তার বিষয়ে একথাই উঠে আসছে। সংস্থারও দাবি তাই- রিয়েল টাইম আপডেট আর কথোপকথনের একটা নতুন, একেবারে আলাদা স্পেস।
কলেজের প্রথম দিনটা মনে পড়বে অনেকেরই। একটা উত্তেজনা, নানা সংশয় আর সেই সঙ্গে খোলা হাওয়া গায়ে মাখার, ক্রমশ চেনার প্রতিশ্রুতি। মার্ক জুকারবার্গের Meta এবার Threads নামে যে টেক্সট-ভিত্তিক অ্যাপ লঞ্চ করল Instagram-এর অধীনে, তার বিষয়ে একথাই উঠে আসছে। সংস্থারও দাবি তাই- রিয়েল টাইম আপডেট আর কথোপকথনের একটা নতুন, একেবারে আলাদা স্পেস।
advertisement
2/6
সে না হয় হল! তবে Threads কতটা টেক্কা দিতে পারবে এলন মাস্কের Twitter-কে, সেই নিয়েও একটা সংশয় ছিল এবং এখনও পর্যন্ত বলতে নেই আছে বাজারে বিলক্ষণ। কারণ দুটো। প্রথমত, অভ্যাস। অনেক দিন ধরে কিছু অভ্যাস হয়ে গেলে মানুষ চট করে তা ছাড়তে চায় না। দ্বিতীয়টা কিছু গোলযোগ। কোনও অ্যাপ লঞ্চের শুরুতে যেমন নিখাদ মসৃণ অভিজ্ঞতা দেয় না, সেটা হয়েছে Threads-এর ক্ষেত্রেও।
সে না হয় হল! তবে Threads কতটা টেক্কা দিতে পারবে এলন মাস্কের Twitter-কে, সেই নিয়েও একটা সংশয় ছিল এবং এখনও পর্যন্ত বলতে নেই আছে বাজারে বিলক্ষণ। কারণ দুটো। প্রথমত, অভ্যাস। অনেক দিন ধরে কিছু অভ্যাস হয়ে গেলে মানুষ চট করে তা ছাড়তে চায় না। দ্বিতীয়টা কিছু গোলযোগ। কোনও অ্যাপ লঞ্চের শুরুতে যেমন নিখাদ মসৃণ অভিজ্ঞতা দেয় না, সেটা হয়েছে Threads-এর ক্ষেত্রেও।
advertisement
3/6
তা বলে কি ধরে নিতে হবে এর বাজার কমজোর? উঁহু, সে কথা তো বলা যাবে না। মার্ক জুকারবার্গ যেমন বেশ গর্ব করেই জানিয়েছেন যে লঞ্চ হওয়ার প্রথম ৭ ঘণ্টার মধ্যেই এর ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ মিলিয়নে। মূলত ইউএস-এর ইউজার; বাকি ১০০ দেশের মধ্যে উল্লেখযোগ্য ইউজার রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা আর জাপানের।
তা বলে কি ধরে নিতে হবে এর বাজার কমজোর? উঁহু, সে কথা তো বলা যাবে না। মার্ক জুকারবার্গ যেমন বেশ গর্ব করেই জানিয়েছেন যে লঞ্চ হওয়ার প্রথম ৭ ঘণ্টার মধ্যেই এর ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০ মিলিয়নে। মূলত ইউএস-এর ইউজার; বাকি ১০০ দেশের মধ্যে উল্লেখযোগ্য ইউজার রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা আর জাপানের।
advertisement
4/6
আর এখন তো Threads-এর ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০ মিলিয়নে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হিসেবে সায় দিয়েছেন মার্ক জুকারবার্গ। আসলে এলন মাস্কের টাকা দিয়ে ট্যুইট পড়ার নীতি তো কিছুটা হলেও বিরক্ত করেছে ইউজারদের। তাই, Threads-এর ইউজারের সংখ্যা বেড়েই চলেছে।
আর এখন তো Threads-এর ইউজারের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০ মিলিয়নে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই হিসেবে সায় দিয়েছেন মার্ক জুকারবার্গ। আসলে এলন মাস্কের টাকা দিয়ে ট্যুইট পড়ার নীতি তো কিছুটা হলেও বিরক্ত করেছে ইউজারদের। তাই, Threads-এর ইউজারের সংখ্যা বেড়েই চলেছে।
advertisement
5/6
কীরকম হয়েছে Threads-এর লুক অ্যান্ড ফিল? তা কি Twitter-কে টেক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট?  জাভি দে আন্দ্রিয়াজ নামের ২৪ বছরের এক লন্ডননিবাসী গবেষক বলছেন যে Twitter-এর সঙ্গে Threads-এর কোনও তফাতই নেই। সাফ বলছেন তিনি, কিছু দিন দেখবেন, তার পর বেরিয়ে আসবেন Twitter ছেড়ে।
কীরকম হয়েছে Threads-এর লুক অ্যান্ড ফিল? তা কি Twitter-কে টেক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট? জাভি দে আন্দ্রিয়াজ নামের ২৪ বছরের এক লন্ডননিবাসী গবেষক বলছেন যে Twitter-এর সঙ্গে Threads-এর কোনও তফাতই নেই। সাফ বলছেন তিনি, কিছু দিন দেখবেন, তার পর বেরিয়ে আসবেন Twitter ছেড়ে।
advertisement
6/6
যাঁরা Instagram করেন, তাঁরা এখানে তাঁদের ইউজার আইডি এক রেখেই কাজ চালাতে পারবেন, ফলে ফলোয়ার এবং ফলোয়িংও এক থাকবে, নতুন করে সব কিছু গোছাতে হবে না। তাহলে জাভির কথা কতটা সত্যি, তা একবার মিলিয়ে দেখলে হয় না?
যাঁরা Instagram করেন, তাঁরা এখানে তাঁদের ইউজার আইডি এক রেখেই কাজ চালাতে পারবেন, ফলে ফলোয়ার এবং ফলোয়িংও এক থাকবে, নতুন করে সব কিছু গোছাতে হবে না। তাহলে জাভির কথা কতটা সত্যি, তা একবার মিলিয়ে দেখলে হয় না?
advertisement
advertisement
advertisement