এবারে নোটেও সেলফি ভিডিও পোস্ট করার ফিচার আনছে Instagram! জেনে নিন বিস্তারিত
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
মোসেরি Instagram-এর এই নতুন ফিচার সম্পর্কে জানিয়েছেন, ‘Instagram-এর নতুন সংযোজন। এই সপ্তাহে, আমরা Instagram-এর নতুন নোটে সেলফি ভিডিও পোস্ট করার ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছি।
Instagram ব্যবহারকারীদের জন্য সুসংবাদ! এবার Meta-মালিকানাধীন জনপ্রিয় ফোটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি তার অ্যাপ্লিকেশনে একটি আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। Instagram-এর প্রধান অ্যাডাম মোসেরি, Meta-র মাইক্রো-ব্লগিং সার্ভিস Threads-এ জানিয়েছেন, কীভাবে এই নতুন ফিচারটি তাদের লাইভ চ্যানেলে শেয়ার করা যেকোনও ভিডিওতে কাজ করবে।
advertisement
মোসেরি Instagram-এর এই নতুন ফিচার সম্পর্কে জানিয়েছেন, ‘Instagram-এর নতুন সংযোজন। এই সপ্তাহে, আমরা Instagram-এর নতুন নোটে সেলফি ভিডিও পোস্ট করার ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছি। শীঘ্রই, Instagram ব্যবহারকারীরা যেকোনও ছোট মাপের বা লুপিং ভিডিও-সহ নোটে তাদের ডিফল্ট প্রোফাইলে ফোটো আপডেট করতে সক্ষম হবেন। ব্যবহারকারীরা এখন থেকে ভিডিও-র সঙ্গে টেক্সটের মাধ্যমে যে কোনও মতামত বা চিন্তাভাবনা শেয়ার করতে সক্ষম হবেন৷ যারা নোটে ইতিমধ্যে ভিডিও দেখতে শুরু করেছেন তারা আমাদের জানাবেন কেমন লাগছে।’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement