Instagram-এ নতুন ফিচার! এবার নিজের প্রোফাইল শেয়ার করা হবে আরও সহজ
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
Instagram New Feature: এখনও পর্যন্ত Instagram-এ নিজের প্রোফাইল শেয়ার করার একটাই উপায় ছিল। বর্তমানে Profile Card-এর সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন।
ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল Instagram। ফটো এবং ভিডিও-শেয়ারিং এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মনে আলাদাই স্থান করে নিয়েছে। তবে এই প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় করে তুলতে আরও সুবিধা নিয়ে এল Meta। যার জেরে কাস্টম ভার্চুয়াল বিজনেস কার্ডের মতো প্রোফাইল শেয়ার করা অনেকটাই সহজ হয়ে উঠেছে ব্যবহারকারীদের জন্য।
advertisement
এখনও পর্যন্ত Instagram-এ নিজের প্রোফাইল শেয়ার করার একটাই উপায় ছিল। আসলে @username শেয়ার করেই শুধুমাত্র নিজের Instagram প্রোফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। বর্তমানে Profile Card-এর সাহায্যে ব্যবহারকারীরা টু-সাইডেড প্রোফাইল কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন। এর মধ্যে প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য একদিকে থাকবে। আর অন্যদিকে থাকবে একটি ইজি-টু-স্ক্যান QR code।
advertisement
Instagram Profile Card আপডেট: লিঙ্ক, মিউজিক যোগ করে ব্যবহারকারীরা Instagram Profile Card কাস্টমাইজ করতে পারবেন। এমনকী নিজের পছন্দমতো যে কোনও ছবি ব্যবহার করে QR code-এর ব্যাকগ্রাউন্ডকেও কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। আর এভাবে Instagram Profile Card-এর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনার অনন্য কৌশল প্রদর্শন করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
Instagram Profile Card শেয়ার করার উপায়: কিন্তু নিজের Instagram Profile Card শেয়ার করার উপায় কী। এর জন্য সবার আগে নিজের অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে গিয়ে প্রোফাইল ব্যানারে থাকা share profile অপশনে ট্যাপ করতে হবে। এটা নিজের ডিভাইসে ডাউনলোড করা যায় কিংবা তা Instagram অথবা X, WhatsApp, Snapchat-সহ আরও অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
advertisement
Instagram Profile Card-এর মধ্যে থাকবে ব্যবহারকারীর প্রোফাইলের সমস্ত তথ্য। এমনকী থাকবে প্রোফাইল পিকচার এবং বায়ো। যা ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। একাধিক বার Profile Card কাস্টমাইজ করা যেতে পারে। এর জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কালার টোনের বদল, গান অ্যাড করা ইত্যাদির মতো বিকল্পের মাধ্যমে তা করা সম্ভব।
advertisement